AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jacqueline Fernandez: ‘বয়ফ্রেন্ড’ সুকেশের সঙ্গে গোপন ছবি ফাঁস হতেই কাতর আর্তি জানালেন জ্যাকলিন

জ্যাকলিনের সঙ্গে যে ব্যক্তির ছবি ফাঁস হয়েছে সেই সুকেশ কোটি কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত। নিজেকে প্রভাবশালী ব্যক্তি বলে পরিচয় দেওয়া এই সুকেশ কিছু দিন আগেই জানিয়েছেন জ্যাকলিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।

Jacqueline Fernandez: 'বয়ফ্রেন্ড' সুকেশের সঙ্গে গোপন ছবি ফাঁস হতেই কাতর আর্তি জানালেন জ্যাকলিন
কাতর আর্তি জ্যাকলিনের
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 7:41 PM
Share

এতদিন তিনি চুপ ছিলেন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি ফাঁস হওয়ার পরেও মুখ খোলেননি জ্যাকলিন। কিন্তু আজ সব হিসেব গিয়েছে উল্টে। সুকেশের সঙ্গে ফাঁস হয়ে গিয়ে তাঁর অত্যন্ত ব্যক্তিগত এক ছবি। এর পরেই অফিসিয়ালি এক বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। এরই পাশাপাশি সংবাদমাধ্যমের কাছেও কাতর আর্জি এই সিংহলী নায়িকার।

জ্যাকলিন লিখেছেন, “এই দেশ ও এই দেশের মানুষেরা আমাকে সব সময় ভালবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে এসেছে। মিডিয়ার বন্ধুরাও এঁদের মধ্যে পড়েন। তাঁদের থেকে অনেক কিছু শিখেছি আমি। এই মুহূর্তে আমার জীবন সোজা পথে চলছে না। সেই কারণেই মিডিয়ার সমস্ত ম বন্ধুদের কাছে আমার আর্জি আমার ব্যক্তিগত কোনও ছনি যা আমার গোপনীয়তাকে লঙ্ঘন করেন তা যেন আর ছাপা নয়।” এর পরেই তিনি যোগ করেন, “আমি জানি আপনার নিজেদের ভালবাসার মানুষ যদি আমার জায়গায় থাকত আপনারা করতেন না। আমি জানি আপনারা আমার ক্ষেত্রেও ওই একই সিদ্ধান্ত নেবেন। আশা রাখছি আমি সুবিচার পাব।”

জ্যাকলিনের সঙ্গে যে ব্যক্তির ছবি ফাঁস হয়েছে সেই সুকেশ কোটি কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত। নিজেকে প্রভাবশালী ব্যক্তি বলে পরিচয় দেওয়া এই সুকেশ কিছু দিন আগেই জানিয়েছেন জ্যাকলিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। যদিও জ্যাকলিন প্রথম থেকেই তা মেনে নিতে চাননি। বরং সুকেশের প্রতারণার ব্যাপারে তিনি অবগত নন বলেই বারেবারেই দাবি করেছেন অভিনেত্রী।

যত দিন যাচ্ছে প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে নিয়েই ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। দামী দামী উপহারে ভরিয়ে দেওয়ার পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে হলিউড ছবিতেও কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকেশ, এমনটা জানাচ্ছে ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদন। এখানেই শেষ নয়, ভারতে অত্যাধুনিক ভিএফএক্স যুক্ত এক নারীকেন্দ্রিক সুপার হিরো চরিত্রে জ্যাকলিনকে কাস্ট করার ইচ্ছেও নাকি প্রকাশ করেছিলেন নিজেকে সান টিভির অধিকর্তা বলে দাবি করা ওই ব্যক্তি।

শুধু হলিউডই নয়, দক্ষিণী ছবিতে বড় বড় চরিত্র থেকে শুরু করে ওয়েব সিরিজে কাজের প্রলোভনও জ্যাকলিনকে দিয়েছিলেন সুকেশ। একই সঙ্গে তাঁকে তুলনা করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গেও, যার ফলে জ্যাকলিনও নাকি মন দিয়ে বসেন সুকেশকে। তাঁর উপহারের তালিকাও নেহার কম ছিল না। ইডি সূত্রে জানা গিয়েছে ৫২ লক্ষ টাকার সাদা ঘোড়া ও ৯ লক্ষ টাকার পারশিয়ান বিড়াল অভিনেত্রীকে উপহার দিয়েছিলেন ওই ব্যক্তি। এ ছাড়াও দুই জোড়া হীরের কানের দুল, দুটি হারমাস ব্রেসলেট, বার্কিন ব্যাগ, দামী গাড়ি এসবই ছিল উপহারের তালিকায়। অন্যদিকে ইডিকে দেওয়া জ্যাকলিনের বয়ান অনুযায়ী, ২০১৭ থেকে সুকেশকে তিনি চেনেন। তাঁর দাবি অগস্ট মাসে প্রতারণায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়ার পর সুকেশের সঙ্গে তাঁর আর কথা হয়নি।

যদিও জ্যাকলিনের জীবনে এই সুকেশ যোগ রীতিমতো ঝড় তুলেছে। কিছু দিন আগেই তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। একই সঙ্গে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও দেখা গিয়েছেন নানা সমস্যা। সুকেশের সঙ্গে নাম জড়াতেই হাতছাড়া হচ্ছে বলিউডের বড় বড় অফারও, বলছে অভিনেত্রীরই ঘনিষ্ঠ সূত্র। যদিও জ্যাকলিন ফ্যানেদের মন ভাল নেই। এই কঠিন সময় কেটে যাক, এই প্রার্থনাই করছেন তাঁরা।