Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jawan: আসছে না ‘জওয়ান ২’; বড় চমক থাকছে ওটিটি মুক্তিতে

Atlee: অ্যাটলি জানিয়েছেন, তিনি 'জওয়ান ২' তৈরি করছেন না। ছবির কোনও স্পিন অফও আসছে না।

Jawan: আসছে না 'জওয়ান ২'; বড় চমক থাকছে ওটিটি মুক্তিতে
শাহরুখ, নয়নতারা এবং অ্যাটলি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 6:45 PM

‘জওয়ান’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। ১১ দিন হয়ে গেল প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই ছবি। সপ্তাহন্তের দ্বিতীয় রবিবারেও ৩২ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’। ছবিতে বাবা-ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান। দক্ষিণ ভারতীয় ছবির পরিচালক অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবি এটি। দর্শকের জিজ্ঞাসা, কবে মুক্তি পাচ্ছেন ‘জওয়ান ২’।

‘জওয়ান’-এর শেষটা নাকি ছোটো গল্পের মতো – ‘শেষ হইয়াও হইল না শেষ’। ইচ্ছে করেই পরিচালক অ্যাটি কুমার লুজ় এন্ড রেখে দিয়েছেন ছবির গল্পে। কেন এমনটা করেছেন পরিচালক? এমনটা তো হয় ছবির দ্বিতীয় ভাগ আসার আগে। অর্থাৎ, সিক্যুয়েলের ক্ষেত্রে। তা হলে কবে আসছে ‘জওয়ান’ ছবির সিকুয়্যেল ‘জওয়ান ২’? এমন একটি জল্পনা অনেকদিন ধরে আকাশে-বাতাসে উড়ছিল বলিউডের। এবার মুখ খুললেন অ্যাটলি কুমার স্বয়ং।

অ্যাটলি জানিয়েছেন, তিনি ‘জওয়ান ২’ তৈরি করছেন না। ছবির কোনও স্পিন অফও আসছে না। তবে নেটফিক্স ওটিটি প্ল্যাটফর্মে আসছে ছবিটি। তাতে বাড়তি সংযোজন থাকছে ছবির।

শাহরুখ খান ছাড়াও ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, অভিনেতা বিজয় সেতুপতিও। রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে শাহরুখ খানের দুটি চরিত্র। বাবা এবং ছেলে দুই চরিত্রই কিং খান অভিনয় করেছেন। গোটা বিশ্বে মুক্তি পেয়েছে ছবিটি। ৮০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ১১ দিনে। সম্প্রতি আয়োজিত হয়েছিল ছবির সাকসেস পার্টিও। দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখকে। তারপর শাহরুখের গালে চুম্বন এঁকে দেন দীপিকা। তা দেখে একটুও রাগ না করে মজা করেছেন দীপিকার স্বামী রণবীর সিং।