Kajol Trolling: ‘এ কী মুখের শ্রী’, কাজলের মুখ ভেংচি দেখে ‘ছিঃ ছিঃ’ নেটপাড়ায়

Viral Video: যদিও কাজল বরাবরই ট্রোলিংকে পাশ কাটিয়ে আসেন। তাই এবারও তিনি মুখ খুললেন না এই প্রসঙ্গে। যদিও ভিডিয়ো থেকে ক্লিপিং ভাইরাল হতেই কাজলের বিরুদ্ধে গর্জে উঠল নেটদুনিয়া।

Kajol Trolling: 'এ কী মুখের শ্রী', কাজলের মুখ ভেংচি দেখে 'ছিঃ ছিঃ' নেটপাড়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 7:00 PM

কাজল, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যাঁর অভিনয়গুন বারবার চর্চিত ভক্তমহলে। তবে ক্যামেরার বাইরে তাঁর আচরণ মাঝে মধ্যেই দর্শক মনে বিরক্ত মনোভাব সৃষ্টি করে। এবারও ঠিক তেমনই এক কাণ্ড ঘটিয়ে বসলেন কাজল। অভিনেত্রী বরাবরই স্পষ্টবাদী। তবে তাঁর অঙ্গভঙ্গী মাঝে মধ্যেই তাঁকে বিপাকে ফেলে দে। এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি বলিউডে গালা ব়্য়াম্প ফো হয়ে গেল। মনীশ মালহোত্রার ব্রাইডাল কালেকশন সকলের চোখ ধাঁধাঁয়। উপস্থিত ছিলেন বলিউডে নতুন থেকে প্রবীণ, সকলেই। ফলে তালিকা থেকে বাদ পড়েননি অভিনেত্রী কাজ। কাজল করণ জোহরের খুব ভাল বন্ধু। তাঁর সুযোগ পেলেই যে তাঁরা নিজেরা খোসমেজাজে মাতবেন, তা খুব একটা অবাক কাণ্ড নয়।

পাপারাৎজিরাও ক্যামেরা চাক করে ছিলেন প্রতিটা সেলেবের দিকে। তবে হঠাৎই নজরে আসে করণের সঙ্গে মুখ ভেংচিয়ে কথা বলছেন অভিনেত্রী কাজল। চোখ তুলে ঠোঁট বেঁকিয়ে এ কেমন ব্যবহার? ভিডিয়ো পলকে হল ভাইরাল। সকলেই কাজলকে দেখে রে রে করে উঠলেন। প্রশ্ন তুললেন তাঁর অন্যের প্রতি দৃষ্টিভঙ্গী নিয়ে। এভাবে কেউ কথা বলেন? ওর মানসিক সমস্যা আছে, এমন নানা মন্তব্য পলকে জায়গা করে নেয় কমেন্ট বক্সে।

যদিও কাজল বরাবরই ট্রোলিংকে পাশ কাটিয়ে আসেন। তাই এবারও তিনি মুখ খুললেন না এই প্রসঙ্গে। যদিও ভিডিয়ো থেকে ক্লিপিং ভাইরাল হতেই কাজলের বিরুদ্ধে গর্জে উঠল নেটদুনিয়া। নিল সহবতের পাঠ। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার জোগার। যদিও কাজলের এমন ব্যবহার নতুন নয়। তিনি সাক্ষাৎকারে হোক কিংবা পার্টিতে, মাঝে মধ্যেই মুখের এমন নানা অঙ্গভঙ্গী করে থাকেন সেলেব। তবে করণ জোহর ও কাজল যে ঠিক কোন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটা ঘটে তা রহস্যই থেকে গিয়েছে নেটদুনিয়ার কাছে।