AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh-Kajol: শাহরুখের সঙ্গে ব়্যোমান্সের অভিজ্ঞতা কেমন? অবশেষে মুখ খুললেন কাজল

Bollywood Gossip: এই জুটির মধ্যে সম্পর্ক অথচ শুরুতে এতটা ভাল ছিল না। খোদ শাহরুখ খান জানিয়েছিলেন, কাজলকে ছবিতে নেওয়া মানে বেশ সমস্যার।

Shah Rukh-Kajol: শাহরুখের সঙ্গে ব়্যোমান্সের অভিজ্ঞতা কেমন? অবশেষে মুখ খুললেন কাজল
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 4:29 PM
Share

শাহরুখ খান ও কাজল, এই জুটির মধ্যে সম্পর্ক পর্দায় ঠিক কতটা দৃঢ় তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রিয়েল লাইফ জুটিদের ছাপিয়ে এই রিয়েল লাইফ জুটি দশক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। রোম্যান্টিক হোক বা হালকা প্রেমের গল্প, এই দুই স্টার একে অপরের সঙ্গে ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন। আর সেই সহজ বোধ করাটাই পর্দায় স্পষ্ট ধরা পড়ে। কথায় বলে ক্যামেরা মিথ্যে বলে না। আর তাই সত্যি কেমিস্ট্রিটাই বারবার প্রকাশে এসেছে এই জুটির কাছ থেকে। করণ অর্জুন ছবিতে কাজ করার সময় দুজনের মধ্যে বাড়ে সম্পর্কের বুনট। বাড়ে বন্ধুত্ব। বাড়ে বোঝাপড়ার সম্পর্ক। এক সাক্ষাৎকারে কাজলকে বলতে শোনা যায় ব়োম্যান্সের জন্য শাহরুখ তাঁকে যতটা সহজবোধ করিয়েছিলেন, ততটাই সহজ হয়ে গিয়েছিল তাঁর অভিনয়।

পর্দায় খুব সহজেই এই দুজনের কেমিস্ট্রি ম্যাজিক তৈরি করে। কারণ শাহরুখ খান সহঅভিনেতা হিসেবে ভীষণ ভাল বলেই জানান কাজল। এখানেই শেষ নায়, কাজল আরও বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে শাহরুখ যেভাবে সাহায্য করেন, তাতে অভিনয়টা খুবই কঠিন থাকে না আর তাঁর কাছে, ফলে শাহরুখের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাটা কাজলের জন্য সহজ বিষয়।

এই জুটির মধ্যে সম্পর্ক অথচ শুরুতে এতটা ভাল ছিল না। খোদ শাহরুখ খান জানিয়েছিলেন, কাজলকে ছবিতে নেওয়া মানে বেশ সমস্যার। কাজলের নাকি একেবারেই অভিনয় জ্ঞান নেই। যদিও পরবর্তীতে নিজেই ফোন করে নিজের ভুল স্বীকার করেছিলেন কিং খান। আর তারপর থেকে সেই কাজলের সঙ্গেই জুটি বেঁধেই তিনি চর্চিত, আজও বারবার উঠে আসে শাহরুখ খান ও কাজলের নাম। এই জুটিকে শেষ দেখা গিয়েছিল দিলওয়ালে ছবিতে। আজও দর্শকেরা মুখিয়ে রয়েছেন কবে এই জুটি আবারও পর্দায় রোম্যান্সের জাদুতে ভাসাবেন ভক্তদের।