‘বেল বটম’-এর টিমকে বিজয়ী ঘোষণা করলেন কঙ্গনা; ‘থালাইভি’র অপেক্ষায় অক্ষয়
এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছেন, "ভগবান জানেন কী হবে। হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টা সম্পূর্ণই দর্শকের হাতে। তাই এটা একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আমাদের আশা মানুষ হলে গিয়ে একে-অপরের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। সেটাই কম ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হয়।"
১৯ অগাস্ট সিনেমা হলে মুক্তি পেল অক্ষয় কুমারের বহু প্রতিক্ষিত ছবি ‘বেল বটম’। ছবির জন্য চিয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ‘বেল বটম’-এর গোটা টিমকে বিজয়ী ঘোষণা করেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ব্লকবাস্টার ছবি বেল বটম দেখুন সিনেমা হলে। গোটা টিমকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ তারাই নিল। বিজেতা তারাই।” করোনার দ্বিতীয় ওয়েভ আসার পর সিনেমা হল বন্ধ ছিল। কোনও ছবি মুক্তি পাচ্ছিল না। ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে হল খোলার পরেও একই পরিস্থিতি। হলে সিনেমা রিলিজ নিয়ে সংশয়ে ছিলেন নির্মাতারা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘বেল বটম’ মুক্তি পেল সিনেমা হলে।
View this post on Instagram
এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছেন, “ভগবান জানেন কী হবে। হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টা সম্পূর্ণই দর্শকের হাতে। তাই এটা একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আমাদের আশা মানুষ হলে গিয়ে একে-অপরের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। সেটাই কম ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হয়।”
কঙ্গনার চিয়ারিংয়ে খুশি হয়েছেন অক্ষয়। ‘থালাইভি’ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতা। এদিকে মুক্তির দিনই অনলাইনে লিক হয়ে যায় ‘বেল বটম’। তালিমরকার্স, ফিল্মিওয়্যাপ, টেলিগ্রামের মতো সাইটে এইচ ডি ফরম্যাটে পাওয়া যাচ্ছে এই ছবিটিও। এর জন্য লোকসানের মুখ দেখতে হতে পারে নির্মাতাদের। ‘বেল বটম’-এ গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তাঁর গুপ্ত নাম বেল বটম। অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনা করেছে পুজা এন্টারটেইনমেন্ট ও আমায় এন্টারটেইনমেন্ট। অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। ১৯৮০-র দশকে খালিস্তানিরা বেশ কয়েকটি ভারতীয় বিমান হাইজ্যাক করে। ফ্লাইট নম্বর ৪২৩, ৪০৫ ও ৪২১। সেই ঘটনার উপর ভিত্তি করেই এই ছবি।
বড় পর্দায় ‘বেল বটম’ মুক্তি পাবে বলে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অক্ষয়। একটি ভিডিয়ো পোস্ট করেন কিছুক্ষণ আগে। সেখানে দেখা যায়, হাফপ্যান্ট-টি’শার্ট পরা অক্ষয় আকাশে প্যান্ট ও ব্লেজার ছুড়ছেন। তারপর একলাফে উপরে উঠে বিদ্যুতের ঝলকানির সঙ্গে পরে ফেলেন সেই পোশাক। রূপ ধরনের বেল বটমের। ক্যাপশনে লিখেছেন, “এটা ‘বেল বটম’-এর স্টাইল। বড় পর্দায় ছবি দেখতে আমি তৈরি, আর আপনি? থ্রিলে ফিরে আসুন। ‘বেল বটম’-এর সঙ্গে বড় পর্দায় ফিরে আসুন।”
প্যান্ডেমিকের সময় অক্ষয়ের এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেল। বড় পর্দার মালিক, কর্মী ও ডিস্ট্রিবিউটাররা আশায় ছিলেন, বহু প্রতিক্ষিত ছবির কারণে ব্যবসা ফিরলেও ফিরতে পারে। ওটিটি ও ছবি দেখার অন্যান্য মাধ্যমগুলি হলে ছবি দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাছাড়া, দীর্ঘদিনের লকডাউনের কারণে এই নেটমাধ্যমগুলির উপর মানুষের আলাদা আসক্তি জন্মেছে। হল বিমুখ হয়ে উঠেছেন বহু দর্শক। তাঁদের হলমুখী করার জন্য বড় তারকা, বড় বাজেটের ছবিই এখন একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে অনলাইনে ‘বেল বটম’-এর মতো ছবি লিক হলে উদ্বেগ বাড়বেই।
আরও পড়ুন: ভিকি-ক্যাটরিনার বাগদান? সলমনের জন্য দুঃখ প্রকাশ নেটিজেনদের