Bollywood News: গোবিন্দাকে নিয়ে ছবি তৈরি করছেন করণ জোহর, ব্যাপারখানা কী?

ফের করণের প্রযোজনায় কাজ করতে চলেছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, সামনেই নাকি তাঁর বিয়ে।

Bollywood News: গোবিন্দাকে নিয়ে ছবি তৈরি করছেন করণ জোহর, ব্যাপারখানা কী?
'গোবিন্দা নাম মেরা'তে কিয়ারা, ভিকি ও ভূমি

| Edited By: Sneha Sengupta

Nov 12, 2021 | 9:11 PM

তিনি নিজে ব্যস্ত আছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিংয়ে। কিছুদিন আগেই পেয়েছেন ‘পদ্মশ্রী’ সম্মান। এবার ফের একটি ছবির ঘোষণা করলেন করণ জোহর। তবে এই ছবি তিনি পরিচালনা করছেন না। পরিচালনার দায়িত্ব ভার সামলাচ্ছেন শশাঙ্ক খৈতান। তিনিও ছবির অন্যতম প্রযোজক। ছবিতে অভিনয় করছেন ভিকি কৌশল, কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকর। ফ্যামিলি নিয়ে বসে দেখার ছবি। এক পুরুষ গোবিন্দ ওয়াঘমারে ও তাঁর জীবনের দুই নারীকে কেন্দ্র করে গল্প। একজন নারী তাঁর সুন্দরী স্ত্রী। অন্যজন সুন্দরী প্রেমিকা। বলাই বাহুল্য, গোবিন্দর চরিত্রে অভিনয় করছেন ভিকি। স্ত্রীর চরিত্রে ভূমি ও প্রেমিকার চরিত্রে কিয়ারা।

ছবির গল্পটি লিখেছেন শশাঙ্ক নিজেই। পূর্বে তিনিই ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ তৈরি করেছিলেন করণের প্রযোজনায়। এবার আরও একটি মজার ছবি তৈরি করছেন। কিন্তু সেই ছবিতে আগের দুটির মতো আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান নেই। আলিয়া এখন ব্যস্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ে।

ছবির ঘোষণা করণ নিজেই করেছেন তাঁর টুইটার ও ইনস্টাগ্রামে। কিয়ারা, ভিকি ও ভূমির লুক শেয়ার করেছেন তিনি। ভিকির ছবিতে ক্যাপশনে লিখেছেন, “আলাপ করুন গোবিন্দা ওয়াঘমারের সঙ্গে। সোনার মতো ওর মন। তবে নাচে ‘বোল্ড’।” এই ক্যাপশনে বোঝাই যাচ্ছে, ভিকিকে নাচতে দেখা যাবে ছবিতে।

ছবি মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন করণ। আর ওটিটি প্ল্যাটফর্মে নয়, সিনেমা হলে মুক্তি পাবে ‘গোবিন্দা নাম মেরা’। ২০২২ সালের ১০ জুন মুক্তি পাবে মজার ফ্যামিলি ড্রামাটি।

আরও পড়ুন:  RajKumar-Patralekha: শিশু দিবসে বিয়ে করছেন রাজকুমার-পত্রলেখা, বিয়েবাড়িতে চলছে তুুমুল মজা

আরও পড়ুন: Alia Bhatt: করণের ব়্যাপিড ফারায়ে ফের ভিরমি ফেলেন আলিয়া, দিলেন প্রশ্নের ভুল উত্তর