‘আরও ২১ বছর যেতে হবে’, কীসের জন্য তৈরি করিনা কাপুর?

Kareena Kapoor Khan: ২১ বছর আগে মুক্তি পেয়েছিল ‘রিফিউজি’। করিনার প্রথম ছবি।

‘আরও ২১ বছর যেতে হবে’, কীসের জন্য তৈরি করিনা কাপুর?
করিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 7:39 AM

২১ বছর। নেহাত কম সময় নয়। ২১ বছর আগে কাপুর পরিবারের ঐতিহ্য এবং সম্মানকে পুঁজি করে বলিউডে জার্নি শুরু করেছিলেন তিনি। ফর্সা, গোলগাল এক মেয়ে। চোখের ইশারায় মাত হয়েছিল পুরুষ হৃদয়। ২১ বছর পর সেই মেয়ে আজ দুই পুত্রের মা। পাশাপাশি বলিউডে নিজস্ব পরিচয়ে পরিচিত। তিনি করিনা কাপুর খান। বলিউডে ২১ বছর সম্পূর্ণ হল তাঁর।

২১ বছর আগে মুক্তি পেয়েছিল ‘রিফিউজি’। করিনার প্রথম ছবি। ২০০০-এ মুক্তিপ্রাপ্ত জে পি দত্ত পরিচালিত সেই ছবিতে করিনার সঙ্গে জুটি বেঁধেছিলেন, আর এক স্টার কিড, অভিষেক বচ্চন। ‘রিফিউজি’র নানা দৃশ্য জুড়ে একটি ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। আরও ২১ বছর অনায়াসে ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

করিনা লিখেছেন, ‘২১ বছর। কৃতজ্ঞ, খুশি, আশীর্বাদধন্য, অনুপ্রাণিত… আরও ২১ বছর যেতে হবে। আমি তৈরি। ক্রমাগত ভালবাসা এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ’। করিনা এবং অভিষেক ছাড়াও সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, অনুপম খের, কুলভূষণ খারবান্দা, রীনা রায়ের মতো শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল ‘রিফিউজি’।

দুই নতুন মুখকে জুটি হিসেবে কাস্ট করে কার্যত জে পি দত্ত কিছুটা ঝুঁকি নিয়েছিলেন বলে মনে করেন বলি মহলের একটা বড় অংশ। হতে পারে, দুজনেই তারকা সন্তান। কিন্তু স্টার কিডের গ্ল্যামার দিয়ে বক্স অফিসে বাজিমাৎ করা যায় না। তার জন্য আরও অনেকগুলো বিষয়ে নজর দিতে হয়। রিফিউজি দুই নবাগতকে সামলেও সে সব দাবি পূরণ করতে পেরেছিল বলে মনে করেন সিনে বিশেষজ্ঞরা। করিনা এবং অভিষেক যে লম্বা দৌড়ের ঘোড়া, প্রথম দানে তা বুঝত জে পি দত্ত ভুল করেননি বলেই মনে করেন বলি মহলের সদস্যরা।

আরও পড়ুন, Sara Ali Khan: রাতের সমুদ্রে কার সঙ্গে বেড়াতে গেলেন সারা?