Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Ali Khan: রাতের সমুদ্রে কার সঙ্গে বেড়াতে গেলেন সারা?

Sara Ali Khan: জানা গিয়েছে, সারার সঙ্গে যে ব্যক্তির ছবি আপাতত ভাইরাল তিনি নায়িকার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারী পরিচালক জেহান হান্ডা।

Sara Ali Khan: রাতের সমুদ্রে কার সঙ্গে বেড়াতে গেলেন সারা?
সারা এবং জেহান (ডানদিকে), নায়িকা একা (বাঁদিকে)। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 7:13 AM

রাতের সমুদ্র। পা ডোবানো জলে দাঁড়িয়ে তাঁরা।। রং মিলিয়ে পোশাক পরেছেন। তাঁরা অর্থাৎ বলিউড অভিনেত্রী সারা আলি খান, এবং…। হ্যাঁ, সারার সঙ্গে যে পুরুষ, তিনি অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য। কিন্তু ক্যামেরার পিছনে কাজ করার কারণে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিত নন। সে কারণেই সারার সঙ্গে ওই ব্যক্তির কী সম্পর্ক, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

জানা গিয়েছে, সারার সঙ্গে যে ব্যক্তির ছবি আপাতত ভাইরাল তিনি নায়িকার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারী পরিচালক জেহান হান্ডা। তিনি সারার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সারাও তা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘ভালবাসি তোমাকে, আমাকে আবার নিয়ে চল’। এরপরই সারার সঙ্গে জেহানের রসায়ন নিয়ে জল্পনা শুরু হয়।

View this post on Instagram

A post shared by Jehan Handa (@jehanhanda)

গত বছর সারার জন্মদিনে একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন জেহান। ফলে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বন্ধুত্ব যে রয়েছে, তার নতুন কোনও প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।

‘কেদারনাথ’-এ সারার কাজ পছন্দ করেছিলেন দর্শক। তেমন বাণিজ্যিক সাফল্য সে ছবি পায়নি, কিন্তু সারার পারফরম্যান্স নজর কেড়েছিল। আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’-তে অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে অভিনয় করেছেন সারা। আদিত্য ধরের ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’য় ভিকি কৌশলের সঙ্গে কাজ করেছেন। দুটি ছবিই রয়েছে মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন, ‘তুমি আসবে বলে’র সাত বছর, নাকি রাহুল-সন্দীপ্তার সম্পর্কের সাত বছরের সেলিব্রেশন?