‘তুমি আসবে বলে’র সাত বছর, নাকি রাহুল-সন্দীপ্তার সম্পর্কের সাত বছরের সেলিব্রেশন?

Rahul Sandipta: ওই ধারাবাহিকের সময় থেকেই রাহুল-সন্দীপ্তার ব্যক্তিগত সমীকরণ নিয়ে নানা জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। শোনা যায়, তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন।

‘তুমি আসবে বলে’র সাত বছর, নাকি রাহুল-সন্দীপ্তার সম্পর্কের সাত বছরের সেলিব্রেশন?
‘তুমি আসবে বলে’র দৃশ্যে রাহুল এবং সন্দীপ্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 6:42 AM

রাহুল এবং নন্দিনী। সাত বছর আগে তাঁদের পর্দায় দেখতেন দর্শক। রাহুল-নন্দিনীর নতুন সংসারের জার্নিতে পর্দার এপারে বসেই অংশ নিতেন দর্শক। সৌজন্যে ধারাবাহিক ‘তুমি আসবে বলে’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ্তা সেন। সাত বছর পেরিয়ে এসে স্মৃতিচারণা করলেন রাহুল।

বুধবার সোশ্যাল মিডিয়ায় জনৈক অর্পিতা মল্লিক ওই ধারাবাহিকের টাইটেল ট্র্যাক শেয়ার করেছেন। সেই পোস্ট শেয়ার করেন রাহুল। তিনি লেখেন, ‘সাত বছর হয়ে গেলো তুমি আসবে বলে-র’।

ওই ধারাবাহিকের সময় থেকেই রাহুলসন্দীপ্তার ব্যক্তিগত সমীকরণ নিয়ে নানা জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। শোনা যায়, তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন। রাহুল এবং প্রিয়াঙ্কার দাম্পত্য সম্পর্ক ভাঙনের বিভিন্ন কারণের মধ্যে রাহুলের নতুন সম্পর্কের কথাও উঠে আসে। যদিও সে সময় প্রিয়াঙ্কারও নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

তবে এখনও পর্যন্ত রাহুল, সন্দীপ্তা নিজেদের বন্ধু বলে প্রকাশ্যে পরিচয় দেন। প্রিয়াঙ্কাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর এবং রাহুলের দাম্পত্য বিচ্ছেদের কারণ সন্দীপ্তা নন। কিন্তু টলিউডের বিভিন্ন অনুষ্ঠান হোক বা ঘরোয়া পার্টি, রাহুল-সন্দীপ্তার যুগল উপস্থিতি দেখে সম্পর্কটা বন্ধুত্বের থেকে কিছুটা বেশি বলে মনে করেন টলি ইন্ডাস্ট্রির অনেকেই। শোনা যায়, তাঁরা নাকি একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন।

আপাতত ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করছেন রাহুল। সেখানে তাঁর চরিত্রের নাম রাজা। সন্দীপ্তার সঙ্গে এখনও পর্যন্ত আর কোনও ধারাবাহিকে কাজ করেননি তিনি। বিভিন্ন মহলে কৌতূহল, শুধু ধারাবাহিকের সাত বছর পূর্তি, নাকি তাঁদের সম্পর্কেরও সাত বছরের সেলিব্রেশন? না! এ প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি রাহুল।

আরও পড়ুন, অনুরাগীদের অনুরোধে কিছু সিক্রেট শেয়ার করলেন কোয়েল!