Bhool Bhulaiya 2-এর শুট করতে গিয়ে স্বর হারিয়ে ফেলেন কার্তিক আরিয়ান!
মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবিটির শেষাংশের শুট চলছিল। ওই বিশেষ দৃশ্য ছিল উত্তেজনার ওভারডোজ। ছিল চিল-চিৎকার। কার্তিকের বিপরীতে তাব্বু। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন।
‘প্যাশন’– শিল্পের সঙ্গে যা একেবারে খাপে খাপ। হালফিলে এই প্যাশনেরই মাশুল গুণতে হল অভিনেতা কার্তিক আরিয়ানকে। ভুল ভুলাইয়া ২-এর ক্লাইম্যাক্স শুট করতে গিয়ে হারিয়েই ফেলেছিলেন স্বর। কীভাবে?
মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবিটির শেষাংশের শুট চলছিল। ওই বিশেষ দৃশ্য ছিল উত্তেজনার ওভারডোজ। ছিল চিল-চিৎকার। কার্তিকের বিপরীতে তাব্বু। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন। এভাবেই কিছুক্ষণ চলার পর আচমকাই কার্তিক আবিষ্কার করেন তাঁর গলা দিয়ে কোনও আওয়াজ বার হচ্ছে না। সেটের সবাই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাকা হয় ডাক্তার। ডাক্তার এসে জানান অত্যধিক চেঁচামেচি করার ফলেই ক্ষতিগ্রস্ত হয়েছে কার্তিকের স্বরযন্ত্র। গলাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। ডাক্তারের নির্দেশমতো সেরকম করতেই আবারও স্বর ফিরে পান অভিনেতা।
পরিচালক আনিস বাজমিও ওই সূত্রকেই মান্যতা দিয়ে বলেন, “আমরা সবাই তেতে ছিলাম। কার্তিক ও তাব্বুকে ওইরকম ড্রামাটিক দৃশ্য করতে দেখে আরও উত্তেজিত হয়ে গিয়েছিলাম সকলে। সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। রিস্ক নেওয়ার জন্য কার্তিকও তৈরি ছিল। কিন্তু হঠাৎ করেই ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। একেই বোধহয় প্যাশন বলে।” প্রসঙ্গত, ওই ছবিতে কার্তিক ছাড়াও রয়েছেন রাজপাল যাদব, কিয়ারা আডবাণী, সঞ্জয় মিশ্রসহ অনেকেই। এই মুহূর্তে একতা কাপুরের ফ্রেডির শুটিং করছেন কার্তিক। বিপরীতে রয়েছেন আলায়া এফ। হাতেও রয়েছে একগুচ্ছ ছবি। যদিও মাস কয়েক আগেই করণ জোহরের দোস্তানা ২ থেকে বাদ পড়েন কার্তিক।
ধর্মা প্রোডাকশন ফলাও করে সোশ্যাল মিডিয়ায় সেই কথা তাঁরা জানিয়েও দিয়েছিলেন। তাঁরা লিখেছিলেন, “আমরা ‘দোস্তানা ২’-এর রিকাস্টিং করব। খুব শীঘ্রই আমরা নতুন কাস্টিং ঘোষণা করব, আপনারা অপেক্ষা করুন।” কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং নবাগত লক্ষ্যকে নিয়ে তৈরি হয়েছিল ‘দোস্তানা ২’-এর টিম।
কার্তিকের বাদ পড়া নিয়ে স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রিতে কৌতূহল তৈরি হয়েছিল। কেন বাদ পড়েছিলেন তিনি? ধর্ম প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ এক ব্যক্তির বয়ান অনুযায়ী, ২০১৯ সালেই ‘দোস্তানা ২’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যান কার্তিক। তখন তাঁর বাজার দর এতটা ছিল না। ২/৩ কোটিতে করণের সঙ্গে তাঁর চুক্তি হয়। এরপর আসে সাফল্য। পারিশ্রমিক বাড়িয়ে ছবি পিছু ১০ কোটি নিতে শুরু করেন কার্তিক। করণকে তাঁর পারিশ্রমিক বাড়াবার জন্য অনুরোধও করেন। যদিও করণ সে আর্জি খারিজ করে গিয়ে ধর্মা প্রোডাকশনের আরও একটি ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন অভিনেতাকে। ঠিক হয় ‘মিঃ লেলে’-তে কার্তিক অভিনয় করবেন। কিন্তু ধর্ম প্রযোজনা সংস্থার ওই ছবিতে নেওয়া হয় ভিকি কৌশলকে।
এ নিয়ে করণের সঙ্গে তাঁর আলোচনা হলে অন্য এক ছবিতে কাস্ট করার আশ্বাস দেন করণ। গত এপ্রিলে মিস্টার লেলের শুট শুরু করলেও করণের ডায়েরিতে ব্রাত্যই ছিল দোস্তানা ২। শুট শেষে কার্তিকের কাছে ডেট চাইতেই সমস্যা। অভিনেতা সাফ জানিয়ে দেন, অন্য আর এক ছবিতে কাজ করার লিখিত চুক্তি না হলে তিনি ডেট দেবেন না। আর তাতেই ক্ষুব্ধ হন করণ। বাদ পড়েন কার্তিক। বলিউডে আরও একবার মাথা চাড়া দিয়ে ওঠে স্বজন পোষণ বিতর্ক। যদিও সে সব অতীত। কার্তিকের হাতে এখন একগুচ্ছ কাজ… ।