Kartik Aaryan: পয়সা দিয়ে জনপ্রিয় কার্তিক? ফাঁস হল কোন ভিডিয়ো
Viral Video: সম্প্রতি এক শপিংমলে কার্তিক আরিয়ানকে ছবির প্রচার করতে দেখা যায়। সেখানে কার্তিককে দেখা মাত্রই হুড়মুড়িয়ে মঞ্চে উঠে পড়ে একদল ছেলে মেয়ে।
কার্তিক আরিয়ান, সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি সত্য প্রেম কি কথা। ছবির বক্স অফিস ফলাফল খুব একটা চোখে পড়ার মত নয়। মাত্র ৫০ কোটি এখনও পর্যন্ত ঘরে তুলতে পেরেছে এই ছবি। তবে ছবি প্রচারে কার্তিককে ঘিরে যে উত্তেজনা ভক্ত মহলে দেখা যায় তার প্রভাব কেন পড়ছে না বক্স অফিসে? নেটিজেনদেরসেই প্রশ্নের উত্তর এবার ফাঁস হয়ে গেল। এক ভাইরাল ভিডিয়ো দাবি করে বসলো কার্তিক আরিয়ান নাকি তাঁর ভক্তদের পয়সা দিয়ে জড়ো করেন। বিষয়টা ঠিক কী! সম্প্রতি এক শপিংমলে কার্তিক আরিয়ানকে ছবির প্রচার করতে দেখা যায়। সেখানে কার্তিককে দেখা মাত্রই হুড়মুড়িয়ে মঞ্চে উঠে পড়ে একদল ছেলে মেয়ে।
আপাত দৃষ্টিতে দেখে মনে হয় কার্তিক ভক্তদের উপচে পড়া ভিড়। ঠিক তখনই পেছন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বলে ওঠেন, ‘যাদের যাদের পয়সা দেওয়া হয়েছে তাড়াতাড়ি মঞ্চে উঠে যাও’। ব্যক্তিটির মুখ সামনে না আসলেও তাঁর কণ্ঠস্বর এই ভিডিয়োতে স্পষ্ট। তারপর থেকেই শুরু হয়েছে কার্তিক আরিয়ান ও তাঁর টিমকে নিয়ে নানা বিতর্ক। আজ পয়সা দিয়ে ভক্ত কিনতে হচ্ছে কার্তিককে? ছবির ব্যবসায়ই প্রমাণ করে দিচ্ছে কার্তিকের বর্তমানে বাজারদর কমছে। যদিও এই ভিডিয়ো সম্পর্কে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি এই ছবির টিমের পক্ষ থেকে।
কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি মুক্তি পেয়েছিল আদিপুরুষ মরশুমে। অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল এই পরিস্থিতিতে কি আদবে এই ছবি পারবে জায়গা করে নিতে? আদিপুরুষ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে অনেকেই এই ছবি নিয়ে আশা দেখেছিলেন। তবে লাভের লাভ কিছুই হয়নি। ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারল না। প্রথন দিন থেকেই আয় নিম্নমুখী। এখন প্রশ্ন ছবি ১০০ কোটির দরজায় পৌঁছতে পারবে কি না?