Katrina Kaif -Vicky Kaushal: ভিকি-ক্যাটরিনা আবার সকলকে চমকে দিলেন!
Katrina Kaif -Vicky Kaushal: ১৯ মার্চ তাঁরা সরকারিভাবে ভারতীয় বিবাহ আইন ১৯৫৪ অনুসারে সরকারিভাবে স্বাক্ষরিত স্বামী-স্ত্রী হলেন।
সরকারি ভাবে স্বামী-স্ত্রী হলেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ! কি ভাবছেন, এটা আবার কী কথা? এই তো জমকালো অনুষ্ঠান করে রাজস্থানে বিয়ে সারলেন টিনসেল টাউনের হট জুটি ভিকি-ক্যাট ২০২১ সালে ৯ ডিসেম্বর। সত্যি। তবে আবার নতুন করে স্বামী-স্ত্রী হওয়ার মানে কী? আসলে সামাজিক বিয়ে হলেও তাঁদের সরকারি বিয়ে সেই সময় হয়নি। এবার ১৯ মার্চ তাঁরা সরকারিভাবে ভারতীয় বিবাহ আইন ১৯৫৪ অনুসারে সরকারিভাবে স্বাক্ষরিত স্বামী-স্ত্রী হলেন। খবর অনুযায়ী, তাঁরা কোর্টে যান সরকারি বিয়ের পক্রিয়ার জন্য। সেখানে পরিবারের ঘনিষ্ঠদের সামনে তাঁরা সরকারিভাবে বিয়ের স্বাক্ষর করেন। তারপর দুই পরিবার ডিনারে যায়। সেই ছবি দম্পত্তি আর ভিকির ভাই সানি কৌশল সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন।
সামাজিক বিয়ে নিয়ে সকলের মধ্যে ছিল কৌতুহল। এই হচ্ছে বিয়ে, এই হচ্ছে না, এমন অনিশ্চয়তার মধ্যে সকলকে রেখে তাঁরা বিয়ে সম্পন্ন করেন। এবারও একই কাজ করলেন ক্যাট-ভিকি জুটি। ঠিক কবে তাঁরা সরকারি বিয়ে সারবেন, সেটা নিয়েও ছিল ধন্দ্ব। সকলে ভেবেছিলেন ক্যাট তাঁরা পরিবারের সকলের সঙ্গে ভিকির বাড়িতে গিয়ে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সরকারি স্বাক্ষর করবেন। কিন্তু ঘটনা হল অন্য। ফটোগ্রাফাররা অপেক্ষা করছিলেন তাঁদের এই বিয়ের ছবি জন্য। ভিকির বাবা শ্যাম কৌশল যিনি বলিউডের নামী স্ট্যান্টম্যান, তিনি অবশ্য তাঁর বাড়ি বাইরে ফটোগ্রাফারদের খাওয়া-দাওয়ার একটা আলাদা জায়গা করে রেখেছিলেন। যেখানে খাবারের বক্সও রাখা ছিল তাঁদের জন্য। তবে ঘটনা যাই হোক না কেন, সামাজিক বিয়ের তিন মাস পর ভিকি-ক্যাট সরকারিভাবে স্বামী-স্ত্রী হলেন। বিয়ের পর দুইজনেই নিজেদের হাতে কাজ শেষ করতে কাজে যোগ দিয়েছিলেন। এবার কাজ সেরে তাঁরা পাকাপাকি সামাজিক-সরকারি দু’ভাবেই নিজেদের বিয়েকে সিলমোহর দিলেন।
আরও পড়ুন: Parineeti Chopra-Imtiaz Ali-Ranbir Kapoor: ইমতিয়াজের জন্য রণবীরকে ছেড়ে দিলেন পরিণীতি!
আরও পড়ুন: Samantha Ruth Prabhu-Naga Chaitanya: সামান্থা আনফলো করলেন নাগা চৈতন্যকে, নাগাও কি তাই করলেন?
আরও পড়ুন: Shefali Shah-Aamir Khan: শেফালি শাহ কলেজ জীবনের কোন গোপন খবর এতদিন পর প্রকাশ্যে আনলেন?