Katrina Kaif: মাঝ আকাশে মৃত্যুর মুখে ক্যাটরিনা; বেঁচে ফিরে একজনের নামই বললেন…
Katrina Kaif on Near Death Experience: স্টান্ট করতে গিয়েই একবার ভয়ানক বিপদে পড়েছিলেন বলিউডের বিদেশি অভিনেত্রী। চিরকালের মতো না-ফেরার দেশে চলে যাচ্ছিলেন ক্যাট। কী সেই বিপদ জানেন? চপারে উঠে মাঝ আকাশে একটি স্টান্ট করছিলেন ক্যাটরিনা। হঠাৎই নিয়ন্ত্রণ হারায় সেই চপার। নীচের দিকে নেমে আসতে থাকে দ্রুত গতিতে।
‘টাইগার’, ‘ধুম’-এর মতো একাধিক ছবিতে স্টান্ট করতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে। কেবল রোম্যান্স করেননি হিরোদের সঙ্গে। প্রচণ্ড মারামারিও করেছেন ক্যাটরিনা। ভিলেনদের ধোলাই করেছেন রীতিমতো। তাঁর শ্বশুরমশাই বলিউডের বিখ্যাত স্টান্ট ডিরেক্টর শাম কৌশল। অ্যাকশনের দৃশ্যে ক্যাটরিনার অভিনয় দেখে বউমাকে ১০০তে ১০০ দিয়েছেন তিনিও। সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত স্টান্টগুলি করতে গিয়ে বডি ডাবলের ব্যবহার করেননি ক্যাটরিনা।
কিন্তু এই স্টান্ট করতে গিয়েই একবার ভয়ানক বিপদে পড়েছিলেন বলিউডের বিদেশি অভিনেত্রী। চিরকালের মতো না-ফেরার দেশে চলে যাচ্ছিলেন ক্যাট। কী সেই বিপদ জানেন? চপারে উঠে মাঝ আকাশে একটি স্টান্ট করছিলেন ক্যাটরিনা। হঠাৎই নিয়ন্ত্রণ হারায় সেই চপার। নীচের দিকে নেমে আসতে থাকে দ্রুত গতিতে। ক্যাটরিনা বলেছেন, “আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম সেই সময়। মনে হচ্ছিল, হে ঈশ্বর, এটাই শেষ। আমি আর ফিরব না বেঁচে! কেবল একজনের কথাই আমার মনে হচ্ছিল বারবার। মনে হচ্ছিল, আমার মা ঠিক থাকবে তো।”
নিজের অবিচুয়ারিতে কী লেখা থাকলে ক্যাটরিনা খুশি হবেন, সেটাও আগে থেকেই বলেছেন অভিনেত্রী। বলেছেন, “আমার ব্যাপারে যদি লেখা থাকে, ‘ও পেরেছে! চেষ্টা নয়… সফল হয়েছে।”