Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiara Sidharth: সিদ্ধার্থে সঙ্গে সুখী কিয়ারা? কার্তিকের সঙ্গে নাম জড়াতেই সরব অভিনেত্রী

Relationship: বিয়ের পরও কার্তিক আরিয়ানের নাম যেন পিছু ছাড়ছে না। সদ্য সত্য প্রেম কি কথা ছবির প্রচারে একসঙ্গে এই জুটিকে দেখা যায়। কিয়ারার প্রতি কার্তিকের আচরণ সকলের নজর কাড়লেও কিয়ারা যে সে বিষয় বিন্দুমাত্র নজর দিতে নারাজ কিয়ারা আডবাণী।

Kiara Sidharth: সিদ্ধার্থে সঙ্গে সুখী কিয়ারা? কার্তিকের সঙ্গে নাম জড়াতেই সরব অভিনেত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 3:16 PM

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত, কম বেশি সকলের তা জানা। তবে কোথাও গিয়ে যেন বারবার কিয়ারা আডবাণীর নামের সঙ্গে কার্তিক আরিয়ানের নাম জড়িয়ে যাওয়ায় বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে তা রাতারাতি। ভুল ভুলাইয়া ২ ছবির শুটের সময় থেকেই একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। সম্পর্ক ভেঙেছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও। তবে সেই বিচ্ছেদ খুব বেশি দিনের জন্য ছিল না। কোথাও গিয়ে কিয়ারা অনুভব করেছিলেন তিনি সিদ্ধার্থ মালহোত্রাকে ছাড়া থাকতে পারবেন না, তবে জল্পনা নয়, এমনটাই খবর নিজে মুখেই স্বীকার করেছিলেন কিয়ারা আডবাণী। প্রকাশ্যে ভিডিয়ো ভাইরাল হতে দেখা গিয়েছিল, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারাকে দেখেও না দেখার মতো আচরণ করেছিলেন। তবে কিছুদিনের মধ্যেই শোনা গিয়েছিল তাঁরা একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন।

বিয়ের পরও কার্তিক আরিয়ানের নাম যেন পিছু ছাড়ছে না। সদ্য সত্য প্রেম কি কথা ছবির প্রচারে একসঙ্গে এই জুটিকে দেখা যায়। কিয়ারার প্রতি কার্তিকের আচরণ সকলের নজর কাড়লেও কিয়ারা যে সে বিষয় বিন্দুমাত্র নজর দিতে নারাজ কিয়ারা আডবাণী। সম্প্রতি ভাইরাল হয়েছিল কিয়ারা আডবাণীর জুতো হাতে কার্তিক আরিয়ানের ভিডিয়ো। তারপর থেকেই আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন এই জুটি।

তবে এরই মাঝে মুখ খুললেন কিয়ারা তাঁর সংসার জীবন নিয়ে। সত্যি কি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করে ভাল আছেন কিয়ারা? তাঁর কথায়, সিদ্ধার্থ তাঁর জীবন, তাঁর পরিবার, তাঁর সবকিছু। তিনি দস্তুর মতো সংসার করছেন এখন। বর্তমানে একের পর এক ছবির প্রস্তাব কিয়ারা আডবাণীর ঝুলিতে। তারই মাঝে এখন ছবির মুক্তি নিয়ে ব্যস্ত তিনি। ভুল ভুলাইয়া ২ ছবিতে এই জুটিকে বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। এখন দেখার এই ছবিতে কতটা নজর কাড়েন তাঁরা।