এর আগে বিদ্যা বালন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অনুষ্কা শর্মা পেয়েছেন স্মিতা পাতিল মেমরিয়াল গ্লোবাল অ্যাওয়ার্ড। ২০২১ সালের সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটি জিতে নিলেন কিয়ারা আডবাণী।
কেরিয়ারের গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছেন কিয়ারা। এই সময় এই সম্মান তাঁকে আরও অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরশাহ’তে কিয়ারার অভিনয় সকলের মন ছুঁয়েছে। ছবিতে বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। সেখানে তাঁর অভিনয় কিছুতেই ভুলতে পারছেন না দর্শক।
‘শেরশাহ’ ছাড়াও আরও অনেক ছবিতে অভিনয় করেছেন কিয়ারা। সেই তালিকায় আছে ‘কবীর সিং’, ‘ইন্দু কি জওয়ানি’র মতো ছবি। ‘লাস্ট স্টোরিজ়’-এর মতো অ্যান্থোলজি সিরিজ। ইন্ডাস্ট্রিতে পা রাখার অল্পদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন কিয়ারা। নেটিজ়েনরা বলেন, তিনি ‘রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী’। দীপিকা, আলিয়ার মতো প্রথম সারির নায়িকাদের তালিকায় ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২০ কোটিরও বেশি।
সারা বিশ্বে চাহিদা আছে এমন তারকাদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন কিয়ারা। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আল্লু অর্জুন, সলমন খানের মতো ভারতীয় তারকা। আছেন টম হিডলস্টন, সাং হুনের মতো হলিউড তারকা। সেই তালিকায় এখনও পর্যন্ত দু’জন ভারতীয় অভিনেত্রীই জায়গা করতে পেরেছেন। তাঁদের মধ্যে একজন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অন্যজন কিয়ারা আডবাণী।
সম্প্রতি ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’ ও শশাঙ্ক খৈতানের পরবর্তী ছবিতে কাজ করবেন কিয়ারা। রামচরণের সঙ্গেও একটি দক্ষিণী ছবিতে কাজ করার কথা আছে কিয়ারার।
আরও পড়ুন: দূরদর্শনের ৬২ বছরে ফিরে দেখা কিছু কালজয়ী শো; দেখুন ছবিতে
আরও পড়ুন: Arshiya Mukherjee: পড়তে বসে কেঁদে ভাসাল আরশিয়া, খুদে অভিনেত্রীর কান্নায় চোখে জল নেটিজেনদেরও