Mahesh Babu: রামায়ণে ‘রাম’ নেই, খোঁজ চলছে রামের; মুখ ফেরালেন মহেশ বাবু
মহেশের নাকি ডেট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। এসএস রাজামৌলির ছবির ডেটের সঙ্গে ক্ল্যাশ করছে 'রামায়ণ থ্রিডি'র ডেট।
কয়েক মাস আগের খবর। জানা গিয়েছিল, প্রযোজক মধু মান্তেনা তৈরি করতে চলেছেন রামায়ণ নিয়ে একটি ছবি – ‘রামায়ণ থ্রিডি’। এবং তাতে যোগ করেছেন বড়সড় ধামাকা। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ও দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবু। হৃত্বিকের সঙ্গে দীপিকার আরও একটি ছবিতে জুটি বেঁধে কাজ করার খবর সকলেই জেনে গিয়েছেন এতদিনে। সেটি ভারতের প্রথম এরিয়াল ওয়ার ছবি। নাম ‘ফাইটার’। ‘রামায়ণ থ্রিডি’ নিয়ে এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, ছবি থেকে নাকি সরেছেন মহেশ বাবু।
View this post on Instagram
কী এমন হল, যে মহেশকে কাস্টিংয়ের তালিকা থেকে শেষমেশ সরতে হল? বলি অন্দর বলছে, ২০২২ সালে পরিচালক নীতেশ তিওয়ারি ও মহেশের শুটিং করার কথা ছিল। সেই সময় নাকি মহেশের ডেট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। এসএস রাজামৌলির ছবির ডেটের সঙ্গে ক্ল্যাশ করছে ‘রামায়ণ থ্রিডি’র ডেট। সেই কারণেই নীতেশের ছবিকে ছেড়ে রাজামৌলির ছবিটিকেই প্রাধান্য দিচ্ছেন অভিনেতা। ফলে তাঁকে সরতে হয়েছে ‘রামায়ণ থ্রিডি’ থেকে।
ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক। এখন থেকেই তাঁকে লঙ্কারাজের ভূমিকায় কল্পনা করা শুরু করেছেন দর্শক। স্বাভাবিকভাবেই দীপিকাকে দেখা যাবে সীতার চরিত্রে। রামের চরিত্রের জন্য মহেশকেই পছন্দ ছিল নির্মাতাদের। তাঁর কাছে প্রস্তাব গিয়েছিল সেই মতো। কিন্তু মহেশের অফার ফিরিয়ে দেওয়ায় দোটানায় পড়েছে ‘রামায়ণ থ্রিডি’র গোটা টিম। চিরুনি তল্লাশি শুরু হয়েছে আর্দশ রাম খোঁজার জন্য। কার ভাগ্যে সিঁকে ছিঁড়বে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: সুপার ডান্সার ৪-এর বিচারকের আসনে শিল্পা শেট্টির জায়গায় করিশ্মা কাপুর; প্রতিযোগীকে দিলেন ৫ জোড়া জুতো