মূত্রথলিতে ক্যান্সার, অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর
Mahesh Manjrekar: মহেশ নিজেই জানিয়েছেন,"আমি ভাল আছি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।"
মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর। মূত্রথলিতে হয়েছিল ক্যান্সার। একটি অস্ত্রোপচার হয় বলিউডের এই তারকার। ভাল খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মহেশ। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সংবাদ মাধ্যমকে মহেশ নিজেই জানিয়েছেন,”আমি ভাল আছি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।”
View this post on Instagram
মহেশের বয়স ৬৩ বছর। দশ দিন আগে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় মহেশের। মূত্রথলিতে ক্যান্সার। অস্ত্রোপচারটিও বেশ গুরুত্বপূর্ণ। হাসপাতালে কিছুদিন তাঁকে রাখার পর অবশেষে বাড়ি ছাড়া হয়েছে।
অভিনেতা হিসেবে বলিউডের প্রতিষ্ঠিত নাম মহেশ মঞ্জরেকর। পরিচালক হিসেবেও তাঁর সুনাম কোনও অংশে কম নয়। ১৯৯৯ সালে ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’ ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ। ২০০০-এ ‘অস্তিত্ব’ পরিচালনা করেছিলেন। ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। অমিতাভ বচ্চনকে নিয়ে তৈরি করেছিলেন ‘বিরুদ্ধ… ফ্যামিলি কামস ফার্স্ট’।
View this post on Instagram
‘রান’, ‘জিন্দা’, ‘ওয়ান্টেড’, ‘বিরুদ্ধ…ফ্যামিলি কামস ফার্স্ট’, ‘রেডি’র মতো ছবিতে অভিনয় করেছেন মহেশ। মারাঠি ভাষার বিগ বস হোস্ট করেছিলেন। সলমন খানের প্রযোজনায় তৈরি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির পরিচালক তিনি। ছবিতে সলমনের অভিনয় ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মাকে।
কিছুদিন আগে নিজের জন্মদিনে মহেশ ঘোষণা করেছিলেন, তাঁর পরবর্তী ছবি ‘হোয়াইট’-এর প্রযোজক সন্দীপ সিং ও রাজ শাণ্ডিল্য। সেদিন মহেশ বলেছিলেন, “বিগত দশ বছর ধরে এই গল্পটি নিয়ে আমার জীবন কেটেছে। অবশেষে সন্দীপ ও রাজের হাতে ‘হোয়াইট’ রং পেল। তাঁরা এই প্রজেক্টে আমার সঙ্গে হাত মিলিয়েছেন। আমি তাঁদের বিশ্বাস করি। তাঁদের উপর আমার ভরসা আছে। শুটিং শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি।”
সামনে মহেশের আরও কাজ রয়েছে। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাওয়ারকারের বায়োপিক তৈরি করবেন তিনি। ছবির নাম ‘স্বতন্ত্র বীর সাওয়ারকার’। সাওয়ারকারের ১৩৮তম জন্মদিনে ঘোষণা হয় ছবিটি তৈরি করছেন মহেশই। লন্ডন, আন্দামান ও মহারাষ্ট্রে শুটিং হবে। তবে ছবির কাস্টে কোন অভিনেতা রয়েছেন, সেটিও কিছু দিনের মধ্যেই জানা যাবে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অসুস্থ অভিষেক? দেখতে গেলেন অমিতাভ, শ্বেতা
আরও পড়ুন: ‘পরিবারের কঠিন সময়ে বিগ বসে এসেছি’, স্বীকার শমিতার