AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পরিবারের কঠিন সময়ে বিগ বসে এসেছি’, স্বীকার শমিতার

Bigg Boss OTT: এর আগে ভোজপুরী অভিনেত্রী অক্ষরা শমিতার ইংরেজিতে কথা বলা নিয়ে প্রতিবাদ করেন। অক্ষরা মনে করেন, ইংরেজিতে কথা বলে বিগ বস হাউজে নিজেকে উচ্চতর প্রমাণ করতে চাইছেন শমিতা।

'পরিবারের কঠিন সময়ে বিগ বসে এসেছি', স্বীকার শমিতার
শমিতা শেট্টি।
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 10:05 PM
Share

পরিবারে চরম বিপর্যয়। তার মধ্যেই পেশাদার হিসেবে বিগ বস-এ যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি। কিন্তু পরিবারের জন্য যে প্রতিনিয়ত চিন্তায় রয়েছেন তিনি, তা প্রকাশ পেল তাঁর কথাতেই।

বিগ বস-এর ঘরে শমিতা বলেন, আমার পরিবারের এক কঠিন সময়ে আমি এই শোয়ে এসেছি। যত দিন এগোচ্ছে, ‘বিগ বস’-এর বাড়ি যেন রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। লাইমলাইটে থাকছেন শমিতা।

এর আগে ভোজপুরী অভিনেত্রী অক্ষরা শমিতার ইংরেজিতে কথা বলা নিয়ে প্রতিবাদ করেন। অক্ষরা মনে করেন, ইংরেজিতে কথা বলে বিগ বস হাউজে নিজেকে উচ্চতর প্রমাণ করতে চাইছেন শমিতা। কিন্তু আদতে তা একেবারেই নয়। এমনকি শমিতার বয়স নিয়েও কটাক্ষ করেন অক্ষরা। দু’জনের মধ্যে বাদানুবাদ চরম আকার নিলে শমিতাকে অক্ষরা বলেন, ‘তুমি তো আমার মায়ের বয়সী। কার সঙ্গে কী ভাবে কথা বলতে হয়, এখনও শেখোনি? এই মহিলার ব্যবহার অত্যন্ত খারাপ।’

শমিতার সঙ্গে অক্ষরা এই ব্যবহার করার পর টুইট করে প্রতিবাদ জানান অভিনেত্রী কাশ্মীরা শাহ। তিনি লেখেন, ‘আমাদের মেয়েকে বয়স নিয়ে কটাক্ষ করছ! লজ্জা হয় তোমার জন্য। এত সাহস তোমার? আমি শমিতার পাশে রয়েছি। এমনকি বয়স নিয়ে আর কাউকে কটাক্ষ করা হলে তারও পাশে থাকব। তোমার ভাগ্য ভাল, আমি ভিতরে নেই, থাকলে তোমার মুখ ভেঙে দিতাম।’

বিগবসের ঘরে ঢুকেই শমিতা বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেক আগেই পেয়েছি। আমি তখনই ওঁদের বলে দিয়েছিলাম এই রিয়ালিটি শো’য়ে অংশ নেওয়ার কথা। কিন্তু তার পর এত কিছু হয়ে গেল ভেবেছিলাম বিগ বসের ঘরে আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।” অর্থাৎ শমিতার বক্তব্য অনুযায়ী, পরিবারের উপর ঝড় ওঠার আগেই নাকি বিগবসে যাওয়া মনস্থির করে ফেলেছিলেন তিনি।

তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগ বস ওটিটির কোনও অফারই শিল্পার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।

আরও পড়ুন, অনস্ক্রিন ‘রামকৃষ্ণদেব’কে রাখি পরালেন প্রমিতা, শেয়ার করলেন ভিডিয়ো