অনস্ক্রিন ‘রামকৃষ্ণদেব’কে রাখি পরালেন প্রমিতা, শেয়ার করলেন ভিডিয়ো

Promita Chakrabartty Rakhi 2021: অভিনেতা সৌরভ সাহার সঙ্গে প্রমিতার দাদা-বোনের সম্পর্ক। তার ভিত্তিতেই এ দিন সৌরভের হাতে রাখি পরিয়ে দেন অভিনেত্রী।

অনস্ক্রিন ‘রামকৃষ্ণদেব’কে রাখি পরালেন প্রমিতা, শেয়ার করলেন ভিডিয়ো
প্রমিতা এবং সৌরভ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 9:01 PM

স্বয়ং ‘রামকৃষ্ণদেব’কে রাখি পরানোর সুযোগ! এ তো পরম সৌভাগ্যের বিষয়। সে সুযোগই পেলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। তবে রামকৃষ্ণদেব রিল লাইফের। ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকের সেটে হল এই রাখি উৎসব।

অভিনেতা সৌরভ সাহার সঙ্গে প্রমিতার দাদা-বোনের সম্পর্ক। তার ভিত্তিতেই এ দিন সৌরভের হাতে রাখি পরিয়ে দেন অভিনেত্রী। সৌরভও প্রাণ ভরে আশীর্বাদ করেন প্রমিতাকে। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন প্রমিতাকে।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের জার্নি শেষ। চার বছর এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে থাকার পর অবশেষে দিতিপ্রিয়ার যাত্রা শেষ। শেষ রানির গল্প। সদ্য শেষ হয়েছে রানির জামাই মথুরবাবু চরিত্রের জার্নিও। এখন এই ধারাবাহিকে চিত্রনাট্য অনুযায়ী শ্রীরামকৃষ্ণদেব, সারদাদেবীর গল্প চলছে। রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহা অভিনয় করছেন। সন্দীপ্তা সেনকে দেখা যাচ্ছে পূর্ণ বয়স্ক সারদামণি হিসেবে। নিঃসন্দেহে এতদিন পরে সন্দীপ্তার কামব্যাক ঘিরে অপেক্ষায় ছিলেন দর্শক।

অন্যদিকে আগেই TV9 বাংলাকে সৌরভ আগেই জানিয়েছিলেন, এই ধারাবাহিকে এখনও অনেক কিছু করার আছে। সৌরভ শেয়ার করেছিলেন, “ঠাকুরের জীবনের ব্যপ্তি বিরাট। ১৮৩৬-এ জন্মেছিলেন। সেখান থেকে তিনি আজও সমান ভাবে পূজিত, জনপ্রিয়। সমাজকে অন্য ভাবে দেখার দৃষ্টিভঙ্গী ছিল তাঁর। এই ধারাবাহিকে সেটা এখনও দেখানো বাকি রয়েছে। সকলের কাছে অনুরোধ, এখানে অনেক কিছু করার বাকি আছে। আপনারা দয়া করে দেখুন। জাত, ধর্মের ভিত্তিতে আলাদা করার ঊর্দ্ধে ছিলেন ঠাকুর। বরাবর প্রতিবাদ করেছেন। কোন শিক্ষায় শিক্ষিত হয়ে এই উপলব্ধি করেছিলেন, সেটা দেখানোর চেষ্টা করা হবে। যদি দর্শক ভালবেসে গ্রহণ করেন, পাশে থাকেন।”

অন্যদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করেছেন প্রমিতা। তারপর এই ধারাবাহিকে অন্নদা চরিত্রের মাধ্যমেই ফের কামব্যাক করেন। সে সময় প্রমিতা বলেছিলেন, “অন্নদা রাসমণির নাতবৌ। তাঁর এক মেয়ে পদ্ম তাঁর কাছে থাকলেও জামাই থাকতেন না। তাঁদের সন্তান গণেশ, অর্থাৎ রাসমণির নাতি রাসমণির কাছে বড় হয়নি। নবদ্বীপে গিয়ে সেই নাতির সঙ্গে দেখা হয় তাঁর। সে সময় নবদ্বীপে সমস্ত মেয়েকে কৃষ্ণের সঙ্গে কণ্ঠীবদল করে দেবদাসী তৈরি করে দেওয়া হত। রাসমণি অন্নদার ক্ষেত্রে বাধা দেন। পরে ঘটনাচক্রে তাঁর নাতির সঙ্গে বিয়ে দেন। অন্নদার আলাদা গল্প আছে। স্ট্রাগল আছে। চরিত্রটা ভাল লেগেছে, সেজন্যই রাজি হয়েছি।”

আরও পড়ুন, মিমির বিয়ের একদিন আগে বিয়ে করছেন তনুশ্রী! কবে বিয়ে?