AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিমির বিয়ের একদিন আগে বিয়ে করছেন তনুশ্রী! কবে বিয়ে?

Tanushree Chakraborty: এই ছবি দেখেই তনুশ্রীকে মোক্ষম প্রশ্নটি করে বসলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

মিমির বিয়ের একদিন আগে বিয়ে করছেন তনুশ্রী! কবে বিয়ে?
মিমি-তনুশ্রীর সেই কথোপকথন।
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 8:26 PM
Share

সিঁথিতে চওড়া করে সিঁদুর। কপালে লাল টিপ, সঙ্গে চন্দনের সাজ। হাতে শাঁখা, পলা। ঠিক এমন সাজেই সোশ্যাল ওয়ালে নিজের ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এ নেহাতই ফটোশুট। তা বুঝতে তনুশ্রীর অনুরাগীদের কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই ছবি দেখেই তনুশ্রীকে মোক্ষম প্রশ্নটি করে বসলেন আরও এক অভিনেত্রী মিমি চক্রবর্তী।

মিমি এই ছবির কমেন্ট বক্সে তনুশ্রীকে ট্যাগ করে প্রশ্ন করেন, ‘বিয়েটা কবে?’ কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দেন তনুশ্রী। তিনি মিমিকে ট্যাগ করে লেখেন, ‘তোর বিয়ের একদিন আগেই’। দুই নায়িকার এ হেন ভার্চুয়াল খুনসুটিতে মজা পেয়েছেন অনুরাগীরাও।

বিয়ে নিয়ে দুই নায়িকার কেউই এখনও কোনও খবর দেননি। এক ব্যবসায়ীর সঙ্গে তনুশ্রীর দীর্ঘ সম্পর্কের কথা টলিউডের অনেকেই জানেন। সহকর্মীদের সঙ্গে ঘরোয়া পার্টিতে তনুশ্রীর সঙ্গে সেই ব্যবসায়ী নাকি হাজিরও থাকেন। যদিও তনুশ্রী প্রকাশ্যে কোনও প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি।

View this post on Instagram

A post shared by Tnusree C (@tonushree_10)

গত বিধানসভা নির্বাচনে প্রথম সক্রিয় রাজনীতির ময়দানে পা দেন তনুশ্রী। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ভোট মিটে যাওয়ার পর আর তেমন রাজনৈতিক কর্মসূচীতে তাঁকে যোগ দিতে দেখা যাচ্ছে না। তা হলে কি রাজনীতিতে আপাতত ইতি? ফের অভিনয়ে মন দেবেন তিনি? না! রাজনৈতিক কেরিয়ার নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে আলাদা করে কোনও মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে মিমি ব্যস্ত কাজ নিয়ে। এক সময় পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরে সে সম্পর্ক ভেঙে যায়। রাজ এবং তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিমির এখন সম্পর্ক অনেকটাই খোলামেলা। রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের জন্য উপহারও পাঠিয়েছিলেন তিনি। সে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পর নিজের ব্যক্তিগত প্রেম নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি তিনি। একদিকে সাংসদ হিসেবে কাজ, অন্যদিকে অভিনয়। এই দুই নিয়ে প্রবল ব্যস্ত মিমি। ব্যক্তি জীবনেও বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। সব সামলে ফের কাজে ফিরেছেন। যখনই প্রয়োজন হয়েছে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আবার সদ্য শুরু করেছেন অরিন্দম শীলের নতুন ছবির শুটিং।

প্রথম দিনের শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেছিলেন মিমি। সেই ছবিতে দেখা গিয়েছিল, অরিন্দমের সঙ্গে ক্ল্যাপস্টিক নিয়ে দাঁড়িয়ে মিমি। ক্ল্যাপে লেখা ‘খেলা যখন’, সিন নম্বর ‘১’। মিমির লুক অত্যন্ত সাদামাঠা, পরনে তাঁর কলার দেওয়া সর্ষে রঙের থ্রি কোয়ার্টার কুর্তি। বাঁ-হাঁতে কালো ব্যান্ডের ঘড়ি। একটু নামিয়ে পনিটেল করা চুলে। অরিন্দম ও মিমি – দু’জনের মুখই গম্ভীর। দেখে বোঝাই যাচ্ছে, চরিত্রটি আত্মস্থ করার চেষ্টা করছেন মিমি। কাজের যে বিপুল চাপ তা অরিন্দমের গাম্ভীর্য দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এই সবের মাঝে বিয়ে কবে করবেন, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি তিনি।

আরও পড়ুন, ‘নতুন ভূমিকা, নতুন শুরু…’ নিজের মতো করে সময় কাটাচ্ছেন হবু মা নুসরত