AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নতুন ভূমিকা, নতুন শুরু…’ নিজের মতো করে সময় কাটাচ্ছেন হবু মা নুসরত

Nusrat Jahan: মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, তত যেন সুন্দর হয়ে উঠছেন নুসরত জাহান। এমনটাই মনে করেন নুসরতের অনুরাগীরাও।

‘নতুন ভূমিকা, নতুন শুরু...’ নিজের মতো করে সময় কাটাচ্ছেন হবু মা নুসরত
নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 7:44 PM
Share

‘ভাল দিনের খোঁজে’। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঠিক এই ক্যাপশনটাই লিখলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ‘নিউ রোল’, ‘নিউ বিগিনিং’, ‘বেস্ট ডেজ’-এর মতো শব্দগুলো হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন হবু মা।

আর কয়েকদিনের মধ্যেই মা হিসেবে নতুন দায়িত্ব নেবেন নুসরত। শুরু হবে জীবনের নতুন এক অধ্যায়। রবিবার নিজের মতো করে সময় কাটালেন তিনি। তারই কিছু মুহূর্তের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, তত যেন সুন্দর হয়ে উঠছেন নুসরত জাহান। এমনটাই মনে করেন নুসরতের অনুরাগীরাও। সদ্য পার্কস্ট্রিটে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নুসরত। সে ছবি TV9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ দেখেছেন দর্শক। নুসরতের সন্তানের বাবা কে, তা নিয়ে সকলেরই কৌতূহল রয়েছে। কারণ সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি। এ নিতান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। সে কারণেই হয়তো এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রয়োজন অনুভব করেননি।

View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তাঁর দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। যদিও তা নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। এ দিনও তার ব্যতিক্রম হল না।

আরও পড়ুন, টেলিভিশন অভিনেত্রীকে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগ, গ্রেফতার এক