Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Photo: ‘টিনএজার আন্টি’র তকমা, খোলামেলা পোশাকে নিজের রেস্তোরাঁয় রান্না করতে ব্যস্ত মালাইকা

Malaika Arora: এ কেমন পোশাক পরে রান্না করছেন মালাইকা, ঝড়ের গতীতে ভাইরাল ছবি।

Viral Photo: 'টিনএজার আন্টি'র তকমা, খোলামেলা পোশাকে নিজের রেস্তোরাঁয় রান্না করতে ব্যস্ত মালাইকা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 5:48 PM

মালাইকা আরোরা, এক কথায় বলতে গেলে যাঁর হটনেসের ঝড়ে কাবু ভক্তমহল। তবে বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক কেন নেই অঙ্গে, বারে বারে এই প্রশ্নের মুখে পড়তে হয় সেলেব স্টারকে। একটাই দাবী নেটিজেনদের, কেন এত খোলামেলা পোশাক! কিন্তু মালাইকা তাঁর বিউটি টিপস থেকে শুরু করে স্কিন কেয়ারে বারে বারে সকলের নজর কেড়েছেন। সদ্য এক গাড়ি দুর্ঘটনায় চোখে আঘাত পেয়েছিলেন মালাইকা আরোরা। সেই সমস্যা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরলেন মালাইকা আরোরা। উপস্থিত হলেন নিজের রেস্তোরাঁতে। সেখানেই হাতে তুলে নিলেন হাতা-খুন্তি।

তবে যে পোশাক পরে তিনি হাজির হলেন, তা দেখে আবারও বিতর্ক তুঙ্গে। কমেন্ট বক্সে উঠল ঝড়। কেউ বললেন, অন্তত এখানে পুরো পোশাক পরুন, কেউ বললেন, এই বয়সে এমন পোশাক কেন পরছেন। যদিও ট্রোলিং-কে পাশ কাটিয়ে এবারও বোল্ড লুকে নজর কাড়লেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর ছবি। মালাইকা আরোরা মানেই বোল্ড লুকে নজর কাড়া। সেলেব স্টারের বয়সকে টেক্কা দেওয়া লুকে যেমন নেট দুনিয়ার একশ্রেণী থাকে বেজায় খুশি, ঠিক তেমনই আবারও অপর শ্রেণী কোথাও গিয়ে যেন মালাইকার লুক নিয়ে তাঁকে কটাক্ষ করতে পিছপা হয় না।

এবারও তার ব্যতিক্রম হল না। মালাইকাকে দেখা মাত্রই রে রে করে উঠল নেট দুনিয়ার একশ্রণী। কীভাবে প্রতিটা পদে পদে নিজেকে সামলে ব্যালন্স করে চলেছেন তিনি তা তাঁর প্রতিটা পোস্টেই বর্তমান। প্রেমের সম্পর্ক থেকে শুরু করে প্রতিটা ধাপে যেভাবে তিনি ফ্যাশন স্টেটমেন্টে সকলের নজরের কেন্দ্রে অবস্থান করছেন, তাতে বলাই বাহুল্য বয়সে টেক্কা দিয়ে ভাইরাল হওয়ার মন্ত্র তাঁর জানা। তবে কখনও কখনও বেশি খোলামেলা পোশাক পরতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন- Fatty Liver: মদ্যপানে আসক্ত! ফ্যাটি লিভার কেড়ে নিতে পারে জীবনের সব সুখ, ঝুঁকি এড়াবেন কীভাবে?

আরও পড়ুন- World Liver Day 2022: ডায়াবেটিসের রোগী হয়েও নিজের খেয়াল রাখছেন না? বাড়ছে লিভার ফেলিওরের ঝুঁকি