Arjun Kapoor Birthday: প্রেমিকের জন্মদিনে উইশ করে বয়স নিয়ে চরম ট্রোলের মুখে মালাইকা

ধূসর রঙা ওয়ার্কআউট প্যান্ট আর সাদা হুডিতে অর্জুনকে জড়িয়ে মালাইকা লিখেছেন, "শুভ জন্মদিন আমার সানশাইন"। পিছনে রাশি পাহাড়। অর্জুনের তুতো বোন সোনম কাপুর এবং রিয়া কাপুরও সেখানে ছড়িয়ে দিয়েছেন ভালবাসার বার্তা।

Arjun Kapoor Birthday: প্রেমিকের জন্মদিনে উইশ করে বয়স নিয়ে চরম ট্রোলের মুখে মালাইকা
অর্জুন এবং মালাইকা।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 26, 2021 | 7:49 PM

৩৬-এ পড়লেন অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়া ভেসেছে শুভেচ্ছায়। বাদ যাননি মালাইকা অরোরাও। প্রেমিকের জন্মদিনে শেয়ার করেছেন ভালবাসার পোস্টও। আর এই পোস্ট করেই ট্রোল্ড হলেন মালাইকা। উড়ে এল কটাক্ষ, বয়স নিয়ে কুৎসিত মন্তব্য।

ধূসর রঙা ওয়ার্কআউট প্যান্ট আর সাদা হুডিতে অর্জুনকে জড়িয়ে মালাইকা লিখেছেন, “শুভ জন্মদিন আমার সানশাইন”। পিছনে রাশি পাহাড়। অর্জুনের তুতো বোন সোনম কাপুর এবং রিয়া কাপুরও সেখানে ছড়িয়ে দিয়েছেন ভালবাসার বার্তা। সেখানে এক নেটিজেন তাঁদের বয়সের ফারাককে কটাক্ষ করে লেখেন, “মনে হচ্ছে মা ছেলে”।

আরও পড়ুন, Rajinikanth: আমেরিকার ক্লিনিকে রজনীকান্ত, কী সমস্যা হয়েছে অভিনেতার?

এখানেই শেষ নয়। মালাইকার বয়স নিয়েও উড়ে আসতে থাকে একের পর এক কুৎসিত কমেন্ট। তবে সবাই যে কটাক্ষ করেছেন এমন নয় ওই সেলেব জুটির হয়েও এসছে মন্তব্য।
মালাইকা এবং অর্জুনের বয়স নিয়ে ট্রোল অবশ্য নতুন নয়। অর্জুনের থেকে বয়সে ১০ বছরের বড় তিনি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আপাতত অর্জুনের সঙ্গেই এক বাড়িতে শিফট হয়েছেন মালাইকা। সম্পর্ক নিয়েও করেননি লুকোছাপা। পাত্তা দেননি ট্রোলকেও। ঠিক যেমন দেননি এবারেও। তাঁরা দিন কাটাচ্ছেন নিজেদের শর্তে।