Manoj Bajpayee: পরিবারে দুঃসংবাদ, প্রিয়জন হারালেন মনোজ বাজপেয়ী

প্রয়াত হলেন মনোজ বাজপেয়ীর বাবা আরকে বাজপেয়ী। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, বিগত বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

Manoj Bajpayee: পরিবারে দুঃসংবাদ, প্রিয়জন হারালেন মনোজ বাজপেয়ী

| Edited By: উত্‍সা হাজরা

Oct 03, 2021 | 7:15 PM

পরিবারে দুঃসংবাদ। প্রয়াত হলেন মনোজ বাজপেয়ীর বাবা আরকে বাজপেয়ী। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, বিগত বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। খবর পেয়েই দিল্লি উড়ে গিয়েছেন মনোজ। কেরালায় শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। যদিও শেষ রক্ষা হল না। রবিবার বিকেলে দিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মধ্যবিত্ত পরিবারের বড় হয়ে ওঠা মনোজের তাঁর বাবার সঙ্গে সখ্য ছিল বেশ। সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ না করে অভিনয় বেছে নিতে আপত্তি করেছিলেন তাঁর বাবা। তিনি বলেছিলেন, “১৮ বছর বয়সে বিহার থেকে দিল্লি এসেছিলাম। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। বাবা চেয়েছিল স্নাতক শেষ করি। তাই করেছিলাম। বাবা চায়নি আমি পড়া ছেড়ে দিই। আমিও বাবার স্বপ্ন পূরণ করে তবে অভিনয় জগতে এসেছি।” বাবার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।

আরও পড়ুন:Mumbai Cruise Drug Party: দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

আরও পড়ুন:Neha Dhupia: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নেহা, সুখবর শেয়ার করেছেন অঙ্গদ