সাজিদ খান। বছর দুয়েক আগেও যাকে নিয়ে উত্তাল ছিল বলি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির একাধিক নায়িকা-মডেল তাঁর বিরুদ্ধে তুলেছিলেন শ্লীলতাহানির অভিযোগ। সেই সাজিদ খান আবারও পরিচালনায় ফিরছেন, বলছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। সাজিদ খানের সেই ছবিতে নাকি হিরোর চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখ, জানা যাচ্ছে তেমনটাই।
সাজিদ খান পরিচালিত শেষ ছবি হামসকল মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ছবিতে সেক্সিট মন্তব্য নিয়েও সরব হয়েছিলেন নেটিজেন থেকে শুরু ইন্ডাস্ট্রিরই একটি বড় অংশ। এর পরেই ইণ্ডাস্ট্রিতে মিটু ঝড় ওঠে। সেই ঝড়ে কার্যত টালমাটাল অবস্থা হয় সাজিদের। র্যাচেল হোয়াইট থেকে শুরু অহনা কামরা– ইন্ডাস্ট্রির প্রায় দশ জন মডেল-অভিনেত্রী শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সাজিদের নামে।
র্যাচেল অভিযোগ করেছিলেন হামসকল ছবির জন্য সাজিদ তাঁকে স্ট্রিপ করতে বলেছিলেন। বলেছিলেন যদি অভিনেত্রী তাঁর যৌনতৃপ্তি দিতে পারেন তবে সাজিদ তাঁর ছবিতে র্যাচেলকে কাস্ট করবেন। এখানেই শেষ নয়, সাজিদের বিরুদ্ধে ওঠে নাবালিকে যৌন নির্যাতনের অভিযোগও। অভিনেত্রী মন্দনা করিমীও এক সাক্ষাৎকারে জানান, সিনেমায় কাজ দেওয়ার অজুহাতে মন্দনাকেও পোশাক খুলতে বলেছিলেন সাজিদ।
অন্যদিকে তাঁর কেরিয়ার গ্রাফেও এখনও পর্যন্ত হিটের সংখ্যা মাত্র এক। সেই সাজিদই আবার কাজে ফিরছেন। সূত্র বলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আগামী বছর মার্চেই ছবির নায়কদের নিয়ে শুটিং করতে লন্ডন উড়ে যাবে পরিচালক। ছবিটি কমেডি। তবে নায়িকা কে হবে তা এখনও জানা যায়নি।