বলিউডের এক অভিনেতা প্রতারণা করেছিলেন, বিস্ফোরক অভিযোগ মিনিশার

মিনিশার তাঁর প্রাক্তন স্বামী রায়ান থামের সঙ্গে দেখা হয়েছিল এক নাইটক্লাবে, ২০১৩ সালে। সেখান থেকেই প্রেম, কিছুদিনের মধ্যেই বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের তিন বছরে যেতে না যেতেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের, ২০১৮ সালে।

বলিউডের এক অভিনেতা প্রতারণা করেছিলেন, বিস্ফোরক অভিযোগ মিনিশার
মিনিশা লাম্বা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2021 | 7:47 AM

নয়ের দশকে বেশ কিছু বলিউডি (bollywood) ছবিতে অভিনয় করেছিলেন মিনিশা লাম্বা (Minissha Lamba)। অভিনেত্রী (Actress) হিসেবে নিজের পায়ের তলার জমি শক্ত করতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই যেন ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান নায়িকা। মূলত অফার কমে যাওয়াতেই তাঁকে আর সে ভাবে বড়পর্দায় দেখা যায়নি। বলি ইন্ডাস্ট্রির এক অভিনেতা নাকি রীতিমতো প্রতারণা করেছিলেন তাঁর সঙ্গে। সদ্য এক সাক্ষাৎকারে এ সব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

মিনিশার কথায়, “আমার এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আমি প্রেম ভাবতাম। আমি বুঝেছি সে ফ্লার্ট করত। ব্যক্তিত্বের কারণে ফ্লার্ট করাটা হয়তো তার পক্ষে সহজ ছিল।”

ওই ঘটনার পর মিনিশা দাবি করেছেন, ইন্ডাস্ট্রির আর কারও সঙ্গে কোনও সম্পর্কে জড়াননি। তাঁর মনে হয়েছে ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সম্পর্ক তৈরি হলে, তাতে অনেক প্রলোভন জড়িয়ে থাকে। তাঁর কথায়, “এই ইন্ডাস্ট্রিতে সব সময় প্রলোভনের হাতছানি। তবে অনেকে বহু অভিনেতার সঙ্গে ডেটে যান। তাই আমি এমন কোনও মন্তব্য করতে পারব না, যাতে কারও খারাপ লাগে।”

মিনিশার তাঁর প্রাক্তন স্বামী রায়ান থামের সঙ্গে দেখা হয়েছিল এক নাইটক্লাবে, ২০১৩ সালে। সেখান থেকেই প্রেম, কিছুদিনের মধ্যেই বিয়ে করেন তাঁরা। চুপিচুপি বিয়ে সেরেছিলেন। আমন্ত্রিত ছিল পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু বিয়ের তিন বছরে যেতে না যেতেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের, ২০১৮ সালে। মিনিশা জানিয়েছিলেন, যৌথ ভাবেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

মিনিশার পরের ছবি ‘কুতুব মিনার’। আরও বেশ কিছু ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কের কারণে সব পিছিয়ে গিয়েছে। ‘হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘বচনা অ্যায় হাসিনো’র মতো ছবির অভিনেত্রী মিনিশার দাম্পত্যও সুখের হয়নি। তিনি মনে করেন, যে সম্পর্কে সুখী ছিলেন না, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বরং অনেক ভাল আছেন।

আরও পড়ুন, দিনভর শুটিংয়ের ক্লান্তি কাটাতে বাড়ি ফিরে কী করেন দেবলীনা?