দিনভর শুটিংয়ের ক্লান্তি কাটাতে বাড়ি ফিরে কী করেন দেবলীনা?

বাড়িতেই ছোট জিম তৈরি করে ফেলেছেন দেবলীনা। সেখানেই ১০০ জাম্প রোপ বা দুই কিলোমিটার ইন্ডোর রান দেবলীনার সুস্থ থাকার দাওয়াই।

দিনভর শুটিংয়ের ক্লান্তি কাটাতে বাড়ি ফিরে কী করেন দেবলীনা?
দেবলীনা কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2021 | 7:25 AM

ফিটনেস। এটাই যেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমারের জীবনের মূল মন্ত্র। দিনভর যতই ব্যস্ততা থাক, ফিটনেস রুটিনে ফাঁকি দেন না তিনি। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শোয়ে ডান্স গুরুর দায়িত্ব পালন করছেন তিনি। লকডাউনের পরে ফের শুরু হয়েছে সেই শোয়ের শুটিং। টানা শুটিংয়ের ক্লান্তি কাটাতে বাড়ি ফিরে ফিটনেস চর্চাই দেবলীনার আশ্রয়।

বাড়িতেই ছোট জিম তৈরি করে ফেলেছেন দেবলীনা। সেখানেই ১০০ জাম্প রোপ বা দুই কিলোমিটার ইন্ডোর রান দেবলীনার সুস্থ থাকার দাওয়াই। তিনি লিখেছেন, ‘শুটিংয়ে একটা দীর্ঘ দিনের পর রাতে কিছু ক্যালোরি বার্ন করার সুযোগ পেলাম আমি’।

দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজস করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত।

শুধু দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা।

আরও পড়ুন, অর্থ পাচারে যুক্ত থাকার অভিযোগে সব্যসাচী, মনীশ, রীতুকে ইডির তলব