পরপর ছবি হিট। পরপর। একের পর-এক ছবিতে কাজ করে চলেছেন আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বড় পর্দার হিরোইন হয়ে পদার্পণ। ছোটবেলায় যদিও শিশুশিল্পী হয়ে অভিনয় করেছিলেন ভাট সাহেবের ছোট মেয়ে। ‘স্টুডেন্ড অফ দ্য ইয়ার’-এর পরই গ্ল্যাম কুইনের লুক ভেঙে ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজ়ি’, ‘গাল্লি বয়’, এমনকী সাম্প্রতিক ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে দাপিয়ে অভিনয় করেছেন আলিয়া। ‘ডিয়ার জিন্দেগি’, ‘টু স্টেটস’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতেও অভিনয় করেছেন আলিয়া। নিজেও ছবি প্রযোজনা করবেন। হলিউডে সুযোগ পেয়েছিলেন কাজের। রণবীর কাপুরের ‘প্রেমিকা’ আলিয়ার এটাই প্রোফাইল।
এদিকে ‘সঞ্জু’ মুক্তি পাওয়ার তিন বছর পরও কোনও ছবি মুক্তি পায়নি রণবীরের। সামনেই আলিয়া-রণবীরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা। রণবীরও একাধিকবার প্রমাণ করেছেন তাঁর অভিনয় প্রতিভা, সে ‘বরফি’ হোক কিংবা ‘সঞ্জু’… একটি সাক্ষাৎকারে নিজের প্রেমিকা বা হবু স্ত্রী (যাই বলুন) আলিয়ার সম্পর্কে করেছিলেন এক অসামান্য মন্তব্য। একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার প্রেমিকা আলিয়া ওভার-অ্যাচিভার। ওর পাশে আমি আন্ডার-অ্যাচিভার। আলিয়া প্রত্যেকটি ক্লাসে গিয়েছে। গিটার বাজানো থেকে শুরু করে চিত্রনাট্য লেখা… ও সব শিখেছে। ওর পাশে নিজেকে আমার কিছুই মনে হয় না।”
অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে একে-অপরের কাছাকাছি এসেছিলেন আলিয়া-রণবীর। সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে আনেন তাঁরা। একবার মঞ্চে উঠে আলিয়া বলেছিলেন, “রণবীর সেরা প্রেমিক।”
মাত্র ১১ বছর বয়সে সঞ্জয় লীলা ভনসালীর ‘ব্ল্যাক’-এর সেটে রণবীরকে প্রথমবার দেখেছিলেন আলিয়া। সেদিনই রণবীরকে মন দিয়ে ফেলেছিলেন। রণবীর ছিলেন আলিয়ার ক্রাশ। সেই ক্রাশকেই আজ (১৪.০৪.২০২২) বিয়ে করতে চলেছেন আলিয়া। সকলের জীবনে এমনটা কী ঘটে!