Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arun Bali Demise: অভিনেতার প্রয়াণে শোকাহত নীনা; অরুণের সঙ্গে মেঝেতে বসে থাকা ‘পরম্পরা’ সিরিজ়ের পুরনো ছবি শেয়ার অভিনেত্রীর

Neena Gupta: নীনা-অরুণ অভিনীত 'গুডবাই' ছবির মুক্তির দিনই প্রয়াত অভিনেতা।

Arun Bali Demise: অভিনেতার প্রয়াণে শোকাহত নীনা; অরুণের সঙ্গে মেঝেতে বসে থাকা 'পরম্পরা' সিরিজ়ের পুরনো ছবি শেয়ার অভিনেত্রীর
অরুণ বালি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 7:16 PM

আজ মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন ও নীনা গুপ্ত অভিনীত ছবি ‘গুডবাই’। সেই ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি। দুর্ভাগ্যবশত, আজই মৃত্যু হয়েছে অরুণের। অরুণের সঙ্গে তোলা অনেক বছর আগেকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীনা। অভিনেতার প্রয়াণে আবেগ উড়ার করে দিয়েছেন তারকা।

নীনা যে ছবিটি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন সেটি ‘পরম্পরা’ সিরিজ়ের। সিরিজ়ের প্রথম শটের ছবি সেটি। ছবিতে এক সাধুর বেশে দেখা যায় অরুণকে। তাঁর গলায় পরানো রুদ্রাক্ষের মালা। নীনার পরনে বাদামি-লাল শাড়ি। দু’জনেই বসে আছেন মেঝেতে। শুক্রবার (০৭.১০.২০২২) মুক্তি পেয়েছে সেই ছবি।

অরুণ বালির ছবি শেয়ার করে নীনা লিখেছেন, “গুডবাই অরুণ বালি। ‘পরম্পরা’ সিরিজ়ে তাঁর সঙ্গে তোলা আমার প্রথম ছবি। ভাল লাগে ভাবতে যে, ‘গুডবাই’ ছবির জন্যেও আমরা সম্প্রতি কাজ করেছি।”

নীনার পোস্টে আবেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও। একজন লিখেছেন, “‘তোবা তেক সিং’ ছবিতে তাঁর অভিনয় আমাদের মনে থাকবে। এবং আপনার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়, সেই প্রার্থনা করি। দেখবেন, ‘গুডবাই’ সুপারহিট হবে।” অন্য এক অনুরাগী লিখেছেন, “দুঃখজনক।”

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

মুম্বইয়ের শহরতলিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন অরুণ বালি। অভিনেতার পুত্র অঙ্কুশ জানিয়েছেন, অরুণ মায়াস্থেনিয়া গ্রাভিসে রোগে আক্রান্ত ছিলেন। সেটি একটি স্নায়ুকেন্দ্রিক রোগ। যে কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল একটা সময়।