Neetu-Rishi: ঋষি উপর থেকে দেখলেন সবই; নিতু কাঁদলেন, ‘কাপুর সাহেব…’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Apr 16, 2022 | 9:07 AM

Alia-Ranbir Wedding: রণবীরের বিয়েতে হাসি মুখে থাকলেও ক্রমাগত প্রাণ কেঁদে উঠেছে নিতুর।

Neetu-Rishi: ঋষি উপর থেকে দেখলেন সবই; নিতু কাঁদলেন, কাপুর সাহেব...
ঋষি উপর থেকে দেখলেন সবই...

Follow Us

স্বপ্ন ছিল। তা পূরণ হল। কিন্তু তিনি দেখতে পেলেন না। তবে স্ত্রী নিতু কাপুর মনে করেন, ঋষি সবই দেখেছেন উপর থেকে। ছেলেকে ‘দুলহা’ সাজে দেখার বড় বাসনা ছিল ঋষির। সেই ইচ্ছে পূরণ হল না তাঁর। ২০২০ সালের ৩০ এপ্রিল মৃত্যুর কোলে ঢলে পড়েন ঋষি। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষমেশ প্রাণ ত্যাগ করেন তিনি। নিতু কিন্তু মনেই করলেন না ঋষি নেই। ছেলের দুলহা সাজের সঙ্গে ছবি শেয়ার করেছেন নিতু। ক্যাপশনে লিখেছেন, “এটা কাপুর সাহেবকে উৎসর্গ করলাম। তোমার স্বপ্নপূরণ হল…”

নিতু সোশ্যাল মিডিয়া পোস্ট:

তবে বলি অন্দরে কান পাতলে এখনও শোনা যায়, বাবার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না রণবীরের। ছোটবেলায় বাবাকে কাছে পাননি অভিনেতা। ঋষি কাপুর বাবা হিসেবে কোনওদিনও রণবীরকে সাপোর্ট করতেন না। নেশা করতেন ঋষি। তাঁর মেজাজও অত্যন্ত খারাপ ছিল। রণবীর যখন খুব ছোট, সে সময় ঋষির সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। সে সবই কুপ্রভাব ফেলেছে রণবীরের বেড়ে ওঠায়। অল্প বয়সেই নেশার কবলে পড়েছিলেন রণবীর। সেই কু-পথ থেকে ঠিক রাস্তায় আনতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন রণবীরের মা অভিনেত্রী নিতু কাপুর।

কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি পাল্টে যায়। ছেলের প্রতি প্রকাশ্য মমতা দেখাতে শুরু করেন ঋষি। একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, “রণবীর খুব সরল। ওকে সবাই ঠকায়”। ঋষির প্রিয় পাত্রী ছিলেন আলিয়াও। ঋষিকে নিজের বাবার স্থান দিয়েছিলেন আলিয়া। নিজে দাঁড়িয়ে থেকে আলিয়া-রণবীরের বিয়ে দেবেন ঠিক করেছিলেন ঋষি। অনেক পরিকল্পনা ছিল তাঁর। প্রয়াত অভিনেতার শেষ অভিনীত ছবি ‘শর্মাজি নমকিন’-এর প্রচারও করেছিলেন রণবীর। সেখানেই বিয়ে নিয়ে আভাস দিয়েছিলেন রণবীর।

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘আমিও ধোয়া তুলসী পাতা নই’, ‘ক্যাসানোভা’ স্বামী রণবীরকে আড়াল করেছিলেন আলিয়া

আরও পড়ুন: Viral Alia-Ranbir Wedding: হুজুগে কলকাতা! নিজের মতো করে বিয়ে দিয়েছে আলিয়া-রণবীরের, পেটে খিল কে আটকায়!

আরও পড়ুন: Alia-Ranbir Marriage: ২৯ বছরে সাদা শাড়িতেই সাজলেন, গাঙ্গুবাইয়ের সঙ্গে অদ্ভুত যোগ আলিয়ার বিয়ের

Next Article