Harbhajan Singh: চরম ভক্ত, এই ভারতীয় অভিনেতার ছবি বুকে ট্যাটু করালেন হরভজন সিং
থালাইভা’— এক নামে এভাবেই তাঁকে চেনে আট থেকে আশি। বাঁকা ঠোটের হাসি, ভুরু নাচিয়ে সংলাপ, সানগ্লাস শূন্যে ভাসানো, কিংবা সিগারে হাওয়ায় ছুঁড়ে মুখে নেওয়া—এ সব তাঁর ‘বাঁয়ে হাত কা খেল’!
ছোট থেকেই এই অভিনেতার ভক্ত হরভজন সিং। বারেবারেই সে কথা বলেছেন তিনি। তাঁর ৭১ বছরের জন্মদিনে নিজের হৃদয়ের সঙ্গে তাঁকে জুড়ে নিলেন হরভজন। সেই অভিনেতার ছবি ট্যাটু হিসেবে বুকে আঁকলেন ভারতীয় ক্রিকেট টিমের এই প্রাক্তন স্পিনার। আন্দাজ করতে পারেন কোন অভিনেতার চরম ভক্ত হরভজন? তিনি আর কেউ নন, রজনীকান্ত। ‘থালাইভা’— এক নামে এভাবেই তাঁকে চেনে আট থেকে আশি। বাঁকা ঠোটের হাসি, ভুরু নাচিয়ে সংলাপ, সানগ্লাস শূন্যে ভাসানো, কিংবা সিগারে হাওয়ায় ছুঁড়ে মুখে নেওয়া—এ সব তাঁর ‘বাঁয়ে হাত কা খেল’! শিবাজি রাও গাইকাওয়াড ওরফে রজনীকান্ত। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম এক সাফল্যের গল্পগাথা রয়েছে তাঁকে ঘিরে। রজনীকান্তের ছবি মানে একরাশ উচ্ছ্বাস।
রবিবার ছিল রজনীকান্তের জন্মদিন। ৭১টি বসন্ত পার করলেন তিনি। সেই খুশিতেই ভক্ত হরভজন তাঁর নতুন ট্যাটুর ছবি শেয়ার করে লিখেছেন, “তুমি আমার হৃদয়ে রয়েছে সুপারস্টার… সিনেমার এক ও অন্যতম সুপারস্টারকে জন্মদিনের শুভেচ্ছা।” হরভজনের এই কাণ্ডে বিস্মিত ভাজ্জি ভক্তরাও। তাঁদের প্রিয় তারকা যে আরও এক মহাতারকার ভক্ত এ খবর জানতেই পেরেই মন্তব্য বক্সে মনের ভাব ব্যক্ত করেছেন তাঁরা।
একজন লিখেছেন, “তুমি সত্যিই বড় ভক্ত”। আর একজনের কথায়, “আমি যার ভক্ত, সে যাকে ভক্ত বলে মানে, আমি তাঁরও ভক্ত, শুভ জন্মদিন আন্না।” রজনীকান্তের জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছা জানিয়েছেন বলি-টলি ক্রিকেট সহ সব মহল। ৭১-এও তাঁর স্টারডম আকাশছোঁয়া।
মাস খানেক আগে অসুস্থ হয়ে পড়েন থালাইভা। রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, “ওঁর শরীরে কিছু সময় অন্তরই চেকআপ করানো হয়। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” যদিও পরে জানা যায়, কার্ডিও আর্টারি রিভাসকুলারাইজেশন সার্জারি হয়েছে রজনীর। চেন্নাইয়ের কাউভেরি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি বছর জুন মাসের আমেরিকা পাড়ি দিয়েছিলেন অভিনেতা রজনীকান্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লতাও। সে সময় বিমানবন্দরে সাংবাদিকদের আমেরিকা সফরের কোনও কারণ জানাননি অভিনেতা। সপ্তাহ খানেক পরে জানা গিয়েছিল সেখানেও চেকআপের জন্যই গিয়েছেন তিনি। অভিনেতার কিডনির সমস্যা রয়েছে। সেই কারণেই মাঝেমধ্যেই চেকআপ করাতে হয় তাঁকে।
View this post on Instagram