“সুশ… তোমাকে খুব মিস করি”, বললেন বাণী, মন খারাপ পরিণীতিরও

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 07, 2021 | 12:00 PM

Sushant Singh Rajput and Rishi Kapoor: 'শুধ দেসি রোম্যান্স'-এ তাঁদের প্রিয় সহ-অভিনেতাদের মনে করলেন ছবির দুই অভিনেত্রী বাণী কাপুর ও পরিণীতি চোপড়া।

সুশ... তোমাকে খুব মিস করি, বললেন বাণী, মন খারাপ পরিণীতিরও
'শুধ দেসি রোম্যান্স' ছবির দৃশ্য

Follow Us

আট বছর আগে মুক্তি পেয়েছিল ‘শুদ্ধ দেসি রোম্যান্স’ ছবিটি। ছবিতে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। ছিলেন ঋষি কাপুরও। তাঁরা কেউই এই পৃথিবীতে আর নেই। প্রিয় সহ-অভিনেতাদের মনে করলেন ছবির দুই অভিনেত্রী বাণী কাপুর ও পরিণীতি চোপড়া।

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘শুদ্ধ দেসি রোম্যান্স’। ছবি পরিচালনা করেছিলেন মণীশ শর্মা। বর্তমান সম্পর্ক ও প্রেম নিয়ে ছিল ছবি। মুখ্য পুরুষ চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর ছিল দু’জন নায়িকা – পরিণীতি ও বাণী। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কাপুর। তখন কে জানত, ৮ বছর পর তাঁরা দু’জনে আর এই পৃথিবীতে থাকবেন না।

নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন পরিণীতি। লিখেছেন, “সুশ… তোমাকে খুব মিস করি। ঋষি স্যার আপনাকেও খুব মিস করি আমি। আজ আপনাদের দু’জনের কথাই খুব মনে পড়ছে।”

পরিণীতির মতো বাণীও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির একটি দৃশ্য। ক্যাপশনে ব্যক্ত করেছেন নিজের মনের কথা। লিখেছেন, “তুমি তোমার শুরুটা সবসময়ই মনে করতে। তুমি জানতে কোথা থেকে শুরু করেছ। নিজের কথা বলতে পারি, আমি আজ এই জায়গায় থাকতামই না যদি পরিচালক মণীশ শর্মা না থাকতেন। আমি একজন শান্ত প্রকৃতির মানুষ। কিন্তু ছবিতে আমার চরিত্রটা বেশ সাহসী ছিল। ছবিতে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলাম আমি। আর এখনও পর্যন্ত সুশান্তই আমার সেরা সহ-অভিনেতা। তোমাকে মিস করি আমি। পরির সঙ্গে একটাই গুরুত্বপূর্ণ সিন ছিল আমার। ভয়ে কাঁপছিলাম। আমাকে শান্ত করেছিল পরি…।”

আরও পড়ুনHappy Teachers Day: স্কুুলে না গিয়ে অনলাইনেই খুদে শিল্পীদের শিক্ষক দিবস

আরও পড়ুনআদিত্য রায় কাপুরকে পাশে নিয়ে ‘গুড নিউজ’ শেয়ার করলেন ম্রুণাল

Next Article