আদিত্য রায় কাপুরকে পাশে নিয়ে ‘গুড নিউজ’ শেয়ার করলেন ম্রুণাল

Mrunal Thakur: সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল তামিল অ্যাকশন থ্রিলার 'থড়ম'। এক যুবকের মৃত্যুকে ঘিরে ছবির গল্প। ক্লাইম্যাক্সে জানা যায়, অভিযুক্তের মতো হুবহু দেখতে আরও একজন আছে।

আদিত্য রায় কাপুরকে পাশে নিয়ে 'গুড নিউজ' শেয়ার করলেন ম্রুণাল
ম্রুণাল ঠাকুর
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 2:38 PM

হিন্দি ব্লাকবাস্টার ছবি ‘থড়ম’-এর রিমেক হচ্ছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। কিন্তু প্রশ্ন ছিল কে থাকবেন প্রধান নারী চরিত্রে। সেই উত্তরই মিলেছে এবার। জানা যাচ্ছে, ম্রুণাল ঠাকুরকেই দেখা যাবে প্রধান চরিত্রে। ছবির অফার পেয়ে যারপরনাই খুশি ম্রুণাল।

সময়টা ভাল যাচ্ছে ম্রুণাল ঠাকুরের। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ফারহান আখতার অভিনীত ‘তুুফান’। দাপিয়ে অভিনয় করেছিলেন ম্রুণাল। তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। তাই এখন অফারের পর অফার আসছে তাঁর কাছে। ঋত্বিক রোশনের ‘সুপার ৩০’তেও কাজ করেছিলেন অভিনেত্রী। সেখানে হৃত্বিকের ‘লেডি লাভ’ ছিলেন তিনি।

View this post on Instagram

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

এবার আরও একটা বড় ছবিতে মুখ্য মহিলা চরিত্রে কাজ করবেন ম্রুণাল। ভূষণ কুমার প্রযোজিত ছবিতে তাঁকে কাস্ট করা হয়েছে আদিত্য রায় কাপুরের বিপরীতে। সোশ্যাল মিডিয়ায় নিজের সেই গুড নিউজ দিয়ে ম্রুণাল বলেছেন, “এটা ফেস অফের সময়। আদিত্য রায় কাপুর, তৈরি তো?” ‘থড়ম’-এর হিন্দি রিমেকে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়িকা ব্যক্ত করেছেন তাঁর উচ্ছ্বাসও।

ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক বর্ধন কেতকার। এবছর অক্টোবর মাসেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। তবে আদিত্য রায় কাপুরের আগে সিদ্ধার্থ মালহোত্রার চরিত্রটা করার কথা ছিল। পরে তাঁকে সরিয়ে আদিত্যকে নেওয়া হয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল তামিল অ্যাকশন থ্রিলার ‘থড়ম’। এক যুবকের মৃত্যুকে ঘিরে ছবির গল্প। ক্লাইম্যাক্সে জানা যায়, অভিযুক্তের মতো হুবহু দেখতে আরও একজন আছে। তামিলে ছবিটি পরিচালনা করেছিলেন মাগিড় তিরুমেণি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বিজয়। ছিলেন তানিয়া হোপ, শ্রুতি ভেঙ্কট, বিদ্যা প্রদীপ।

আরও পড়ুন: “আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ”, জন্মদিনে কাকে এই কথা বললেন পঙ্কজ ত্রিপাঠী

আরও পড়ুন: “করিনা বলে অনলাইনে চোখ রাখবে না”, ট্রোলিংয়ের উত্তরে সইফ