২০১৭ থেকেই অনুষ্কার সঙ্গে সম্পর্ক জুড়ে বারে বারে খবরের শিরোনামে এসেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। একের পর এক সেলেবদের যখন বিয়ের খবর সামনে আসছে, তখনই উঠছে নয়া জল্পনা, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাহো! উত্তর মিলছে না কিছুতেই। এমনই পরিস্থিতিতে বারে বারে একই প্রশ্ন শুনতে হচ্ছে প্রভাসকে, কবে বিয়ে করছেন তিনি। কেন সম্পর্কে থাকার সত্ত্বেও এখন এই বিষয় কোনও খবরই শেয়ার করছেন না সেলেব। না কি গোপনে গোপনে চলছে প্রস্তুতি! সেলেবরা সাধারণত এমন প্রশ্ন শুনে বেশ বিরক্ত হয়ে যান। কিন্তু প্রভাসের উত্তর শুনে সকলেই এক কথায় মুগ্ধ।
প্রভাস সাফ জানালেন, যে এই প্রশ্ন আসে ভালবাসা থেকে, এই প্রশ্ন আসে কাউকে নিয়ে যখন কেউ চিন্তা করে কেয়ার করে তখন। এই প্রশ্ন একটা সময়ের পর খুব স্বাভাবিক। তাই তিনি বিরক্ত হন না। তবে এমন কোনও খবর এখনও নেই। যদি তিনি বিয়ে করেন, তবে নিঃসন্দেহে তিনি সকলকে জানাবেন এই বিষয়। প্রভাসের এই মন্তব্য শোনা মাত্রই বেশ হতাশ হল ভক্তমহল। কারণ এখন তবে মিলছে না সুসংবাদ। সম্পর্ক নিয়ে মুখ না খুললেও সেই প্রসঙ্গে সকলেই জানেন কমবেশি খবর। কিন্তু কোথাও গিয়ে যেন বিয়ের খবর পাওয়ার অপেক্ষাতেই দিনগুণছে ভক্তমহল।
প্রভাসের শেষ মুক্তি পাওয়া ছবি রাধে শ্যাম সেভাবে সাফল্যের মুখ দেখেনি। দক্ষিণী দুনিয়ায় মুক্তি পাওয়া সম্প্রতি ছবির মধ্যে এটা একমাত্র ফ্লপ ছবি। বাহুবলি হোক বা সাহো পর পর হিট ছবি উপহার দেওয়া এই সুপারস্টারকে নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া খবরে এবার নয়া জল্পনা, তবে কি বিয়ে করবেন না প্রভাস, না কি শীঘ্রই মিলতে পারে সুসংবাদ। অপেক্ষায় দিনগুণছে সকলেই।
আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার