Kisi Ki Bhai Kisi Ki Jaan: ডেঙ্গি নিয়ে সলমনের ছবিতে শুটিং, কেন এমন পরিস্থিতি হল রাঘবের
Salman Khan: আর মাত্র ৫ দিনের অপেক্ষা। ২১ এপ্রিল ছবির মুক্তি। এখন দেখার এই ছবি কতটা বক্স অফিসে লক্ষ্মী লাভ করতে পারে। শাহরুখ খানের বেঞ্চমার্ক তা ছুঁতে পারে কি না?

২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমন খানের আগামী ছবি কিসি কি ভাই কিসি কি জান। গত তিন বছরে সলমনের এত বড় রিলিজ় হয়নি। ফলে শাহরুখ ভক্তদের পর এবার সলমন ভক্তদের পালা। চুটিয়ে ছবির প্রমোশন করছেন ছবির প্রতিটা স্টার। তালিকা থেকে বাদ পড়েননি শেহনাজ় গিল, বাদ পড়লেন না অভিনেতা তথা ডান্সার রাঘব জুয়াল। সম্প্রতি ছবি প্রসঙ্গে মুখ খুলে তিনি জানান, ডেঙ্গি নিয়েই নাকি ছবির কাজ করে গিয়েছেন তিনি। নেননি একটি ছুটিও। এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন রাঘব জুয়াল। ডেঙ্গি নিয়ে শুটিং চালিয়ে যান বলেই জানালেন অভিনেতা। প্রযোজনা সংস্থাকে সমস্যার মুখে ফেলতে না চেয়েই শুটিং বন্ধ করেননি।
এই প্রথম এত বড় প্রজেক্টে দেখা যাবে রাঘবকে। সলমনের সঙ্গে তাই তিনি ছবির প্রচার করছেন পুরো দমে। ছবি এছাড়াও দেখা যাবে অপর এক মুখ পলক তিওয়ারি। তিনি শ্বেতা তিওয়ারির কন্যা। ছবির প্রচারে এসে সলমন প্রসঙ্গে তিনিও একাধিক মন্তব্য করে। শেয়ার করেন শুটিং অভিজ্ঞতাও।
সলমন খানের আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি’ কি জান নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই ভাইরাল ছবির ট্রেলার। যেখানে, টানটান অ্যাকশনে আবারও চেনা লুকে ধরা দিলেন বলিউড ভাইজান। তবে বলিউডের ভবিষ্যত এখন অনুমাণ করা বেজায় কঠিন। কোনও ছবি চলবে, কোন ছবি চলবে না, কোন সমীকরণে দর্শক খুশি, তা ছক বেঁধে বলা মুশকিল। যার ফলে অতীতে শাহরুখ-সলমনের ছবিও ফ্লপ হতে দেখা গিয়েছে। আমির খানের শেষ মুক্তি পাওয়া ছবিও একইভাবে ফ্লপের মুখ দেখে। যার ফলে পরিশ্রম প্রচার সব করলেও ছবি নিয়ে নিশ্চিত হতে পারছেন না সলমন খান।
আর মাত্র ৫ দিনের অপেক্ষা। ২১ এপ্রিল ছবির মুক্তি। এখন দেখার এই ছবি কতটা বক্স অফিসে লক্ষ্মী লাভ করতে পারে। শাহরুখ খানের বেঞ্চমার্ক তা ছুঁতে পারে কি না?
