EXCLUSIVE Rajkumar Rao: ‘মিষ্টি দই বা হাওড়া ব্রিজ নয়, কলকাতায় রাজকুমারের ফেভারিট…

Rajkumar Rao: কলকাতায় রাজকুমার রাও। TV9 বাংলার মুখোমুখি অভিনেতা...

EXCLUSIVE Rajkumar Rao: 'মিষ্টি দই বা হাওড়া ব্রিজ নয়, কলকাতায় রাজকুমারের ফেভারিট...
রাজকুমার রাও।
Follow Us:
| Updated on: Jul 06, 2022 | 3:13 PM

স্নেহা সেনগুপ্ত

মঙ্গলবারের দুপুরটা কলকাতাবাসীর কাছে একটু স্পেশ্যাল। কারণ তিনি এসেছেন কলকাতায়। তিনি অর্থাৎ অভিনেতা রাজকুমার রাও। কলকাতার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এ ক’বছরে। তার কারণ তিনি তিলোত্তমার জামাই। বাঙালি অভিনেত্রী পত্রলেখা পালকে বিয়ে করেছেন রাজকুমার। অনেক বছরের প্রেম শেষমেশ বিয়েতে পরিণত হয়েছে এবং স্ত্রীর নাম শুনলে তিনি বিগলিত হয়ে ওঠেন। রাজকুমার কলকাতায় এসেছিলেন তাঁর আসন্ন ছবি ‘হিট: দ্য ফার্স্ট কেস’ ছবির প্রচারে। ১৫ জুলাই মুক্তি পাবে ছবিটি। সেই সুবাদে কলকাতার জামাই খুল্লামখুল্লা কথা বললেন পাঁচতারা হোটেলের মঞ্চে দাঁড়িয়ে।

রাজকুমার রাও আসছেন আর ভিড় হবে না, অগুনতি বাউন্সার তাঁকে ঘিরে থাকবেন না, তা তো হতেই পারে না। হোটেলে এসে ঢুকল রাজকুমারের সাদা গাড়ি। একাধিক পাপারাৎজ়ির ভিড়ের মাঝে গাড়ি থেকে নামলেন রাজকীয় কায়দায়। তাঁকে দেখে তাড়াহুড়ো সর্বত্র। বাউন্সারদের ঘেরাটোপে এক ঝলক মিলছে অভিনেতার। নীল ডেনিমের জ্যাকেট, ডেনিমের প্যান্ট, সাদা টি-শার্ট ও চোখে কালো সানগ্লাস। দাঁড়ালেন। ছবি তোলা হল। তারপর পুল সাইডে চলে গেলেন বাউন্সারদের আঁটসাঁটো নিরাপত্তায়। পুল সাইডে বেশ কিছু ছবি তুললেন পাপারাৎজ়িরা। কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সাংবাদিকদের প্রশ্নবাণের মুখোমুখি হতে হবে জামাইবাবুকে। তিনি চললেন প্রেস কনফানফারেন্সের হলের দিকে। তাঁকে তখনও ঘিরে কড়া নিরাপত্তা।

সেই ফাঁকে TV9 বাংলার সঙ্গে দু’-চার কথা বিনিময় হল রাজকুমারের:

কলকাতার জামাই আপনি, কেমন লাগছে এসে?

খুব ভাল লাগছে।

কলকাতার মিষ্টি দই, হাওড়া ব্রিজ, সংস্কৃতি ও সাহিত্য ছাড়া আর কী-কী ভাল লাগে বলুন…

সবচেয়ে ভাল তো পত্রলেখাকেই লাগে।

পত্রলেখার কাছে বাংলা ক্লাস কেমন চলছে, কেমন বাংলা শিখলেন? 

দারুণ বাংলা শিখছি।

(এরপর তিনি সোজা চলে যান সাংবাদিক সম্মেলনে)