AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajkummar-Patralekhaa: আর মাত্র কয়েক ঘণ্টা, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন জায়গা বেছে নিলেন রাজকুমার-পত্রলেখা?

প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে লিভইনে রয়েছেন তাঁরা। রাজকুমারের সাফল্য ও ব্যর্থতা– উভয়েরই সাক্ষী পত্রলেখা। প্রথম কোথায় দেখা হয়েছিল তাঁদের?

Rajkummar-Patralekhaa: আর মাত্র কয়েক ঘণ্টা, ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন জায়গা বেছে নিলেন রাজকুমার-পত্রলেখা?
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য কোন জায়গা বেছে নিলেন রাজকুমার-পত্রলেখা?
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 8:59 PM
Share

আর মাত্র কয়েক ঘণ্টা। শেষ মুহূর্তের প্রস্তুতি চরমে। বিয়ের জন্য ভেনু তৈরি। তৈরি বর-কনেও। আগামীকাল অর্থাৎ ১০ নভেম্বর থেকেই শুরু হচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার বিয়ের অনুষ্ঠান। বিয়ে সম্ভবত ১১ তারিখ। তবে মুম্বই নয়, পাপারাৎজি থেকে খানিক আড়ালে থাকতে ডেস্টিনেশন ওয়েডিংয়েই ভরসা রেখেছেন ওই হবু দম্পতি।

না দীপিকা বা অনুষ্কার মতো বিদেশে বিয়ে নয়, রাজকুমার-পত্রলেখার পছন্দ স্বদেশই। আরব সাগরের পার থেকে তাই তাঁরা উড়ে গিয়েছেন ‘সরষো কা শাকের’ রাজ্যে। চন্ডীগড়েই বিয়ে করতে চলেছেন তাঁরা। সূত্র বলছে, তিনি দিন ব্যাপি চলবে বিয়ের অনুষ্ঠান। পত্রলেখার বাড়ি শিলংয়ে। তাঁর গোটা পরিবার নাকি ইতিমধ্যেই হাজির হয়েছেন সেখানে। বিয়ে নিয়ে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও তথ্য ফাঁস করেননি তাঁরা। শোনা যাচ্ছে, ইণ্ডাস্ট্রির হাতেগোনা কয়েকজন আমন্ত্রিত থাকবে সেখানে। একবারেই চুপিসারে শুভ কাজ সেরে ফেলতে চাইছেন তাঁরা, জাঁকজমকের বিয়ে নাকি তাঁদের একেবারেই পছন্দ নয়। পাশাপাশি করোনার কথা মাথায় রেখে নাকি ইচ্ছে করেই বেশি লোক নিমন্ত্রণ করেননি তাঁরা।

প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে লিভইনে রয়েছেন তাঁরা। রাজকুমারের সাফল্য ও ব্যর্থতা– উভয়েরই সাক্ষী পত্রলেখা। প্রথম কোথায় দেখা হয়েছিল তাঁদের? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পত্রলেখা বলেছিলেন, “আমি ওঁকে অনস্ক্রিনই প্রথম দেখি। এলএসডি ছবিতে। সেখানে এক অদ্ভুত চরিত্রে অভিনয় করছিল ও। আমি ভেবেছিলাম ব্যক্তিগত জীবনেও ও হয়তো এমনটাই।” আর রাজকুমার তাঁকে প্রথম কোথায় দেখেছিলেন? পত্রলেখা জানান, এক বিজ্ঞাপনে তাঁকে প্রথম দেখেন রাজকুমার। রাজকুমার নাকি প্রথম বার দেখেই পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন পত্রলেখা।

একদিকে পত্রলেখা-রাজকুমার, অন্যদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা– শোনা যাচ্ছে এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন তাঁরাও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ সব দেখে বলাই যায়, বলিপাড়ায় বসন্ত সত্যিই এসে গিয়েছে…