Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIRAL Alia-Ranbir Wedding: অভিন্ন হৃদয় ঘোড়াদের নাম হল আলিয়া-রণবীর, নবদম্পতি নিজেরাও বিয়েতে ঘোড়া রাখেননি

Alia-Ranbir Wedding: অ্যানিমেল রাহতের থেকে বিয়ের উপহার পেয়েছেন আলিয়া-রণবীর।

VIRAL Alia-Ranbir Wedding: অভিন্ন হৃদয় ঘোড়াদের নাম হল আলিয়া-রণবীর, নবদম্পতি নিজেরাও বিয়েতে ঘোড়া রাখেননি
আলিয়া ও রণবীর।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 12:25 PM

অ্যানিমেল রাহতের থেকে বিয়ের উপহার পেয়েছেন আলিয়া-রণবীর। ঘোড়া দুটির নামকরণ হয়েছে রণবীর ও আলিয়ার নামে। আলিয়া-রণবীরের মতোই অভিন্ন হৃদয় এই দুই অশ্ব। তাদের আলাদা করা যায় না। মূলত, বিয়ের অনুষ্ঠানেই অংশ নেয় অশ্ব আলিয়া-রণবীর। মেয়ে ঘোড়া আলিয়াকে যখন পাওয়া যায়, রক্তাল্পতায় ভুগছিল। শরীরে নানা ধরনের আঘাতের চিহ্ন ছিল। অপুষ্টিরও শিকার ছিল সে। মুম্বইয়ের গেটওয়েতে পাওয়া যায় তাকে। ঘোড়ার গাড়ি চালানোর কাজেও ব্যবহার করা হত তাকে। অন্যদিকে রণবীর নামের ঘোড়াটির শরীরের অনেক জায়গা ফোলা ছিল। তাতে তীব্র যন্ত্রণাও ছিল। অস্টেওআর্থরাইটিসের শিকার ছিল সেই ঘোড়াটিও।

দুটি ঘোড়াই এখন রয়েছে অ্যানিমাল রাহতের অভয়ারণ্যে। তাদের ভাল মন্দ খাবার খেতে দেওয়া হয়। যত্ন করা হয় খুব। অতিথিদের সঙ্গে বন্ধুর মতো মেশে। ঘোড়াদের বাজির আওয়াজে খুব যন্ত্রণা হয়। ফলে আলিয়া-রণবীর তাঁদের বিয়েতে ঘোড়া রাখেননি এক্কেবারেই। পশুপ্রেমী দুই তারকাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

অনেক জল্পনার পর ১৪.০৪.২০২২, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে বিয়ে করেছেন রণবীর-আলিয়া। তাঁদের বিয়ে নিয়ে বিগত এক মাস ধরেই বাড়ছিল উত্তেজনা। বিয়ের সঠিক তারিখ নিয়েও ছড়াচ্ছিল নানা বিভ্রান্তি। বিয়ের কিছু দিন আগেও কাজ করেছেন রণবীর। বিয়ে কে করছেন তা নিয়েও মুখ খোলা তো দূর তাঁদের প্রিয়জনেরাও কিছু বলেননি। ছিমছাম বিয়ের আয়োজন শেষ হয়েছিল আলিয়া-রণবীরের আদরমাখা ছবি দিয়ে। আপাতত ছোট্ট একটা ব্রেক। এর পরেই আবারও কাজে ফিরবেন এই দম্পতি।

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: দু’জন শ্বশুর পেলেন রণবীর, একজন বুকে রাখলেন মাথা, অন্যজন ভরালেন আজীবনের ভালবাসায়

আরও পড়ুন: Neetu-Rishi: ঋষি উপর থেকে দেখলেন সবই; নিতু কাঁদলেন, ‘কাপুর সাহেব…’

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘আমিও ধোয়া তুলসী পাতা নই’, ‘ক্যাসানোভা’ স্বামী রণবীরকে আড়াল করেছিলেন আলিয়া