
‘ফুড কোমা’য় আক্রান্ত রণবীর সিং। এ দাবি খোদ অভিনেতারই। বিদেশের মাটিতে গিয়েই নাকি খেয়ে দেয়ে নাকি বেজায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি, ছবি শেয়ার করে সে কথা জানালেন রণবীর।
এই মুহূর্তে নিউওয়ার্কে রয়েছেন রণবীর। বিগত বেশ কিছু দিন ধরেই একগুচ্ছ ছবি শেয়ার করে চলেছেন তিনি। স্টোরিতে বেশিরভাগই খাবারের ছবি শেয়ার করছিলেন রণবীর। কখনও চকোলেট হানিকম্ব আবার কখনও বা কন্ডেন্সড দুধের আইসক্রিম– রণবীরের খাবার বিরাম নেই!
কড়া ডায়েট মানা রণবীরের যে এত খাবার সহ্য হয়নি তা তিনি নিজেই লিখেছেন এক পোস্টে। কাউচের উপর অর্ধশায়িত হয়ে আরও এক ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “ফলাফল ফুড কোমা”। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে ফুড কোমা আদপে ভোজ-পরবর্তী নিদ্রালুতা। অতিরিক্ত খাওয়ার পর যে তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায় তাই আদপে এই ‘রোগ’-এর উপসর্গ। গুরুতর কিছু নয় ঠিকই তবে ফিগার বজায় রাখা রণবীরের এ হেন পরিবর্তন দেখে অবাক ভক্তরাও।
জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ‘অল স্টার সেলিব্রিটি গেম’-এর জন্যই এই মুহূর্তে বিদেশে রণবীর। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘৮৩’। ওই ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। দক্ষিণী ছবি পুষ্পার কারণে ওই ছবি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও রণবীরের কাজ বেশ পছন্দ হয়েছিল চিত্র সমালোচকদের। হাতেও রয়েছে বেশ কয়েকটি কাজ। এর মধ্যে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘সার্কাস’ উল্লেখযোগ্য। এরই মধ্যে ফুড কোমা! বিদেশে ‘চিট ডে’– মন্দ কী?
চলছে খাওয়াদাওয়া।
আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত