Ravi Tandon’s demise: প্রয়াত হলেন পরিচালক রবি টন্ডন, পিতৃহারা রবিনা
১৯৩৫ সালের ১৭ ফেব্রুয়ারি আগ্রায় জন্ম নেন রবি টন্ডন। তাঁর দুই সন্তান রাজীব ও রবিনা। শুধুমাত্র পরিচালনাই নন, তিনি একই সঙ্গে করেছেন প্রযোজনা করেছেন অভিনয়ও।
খারাপ খবর অভিনেত্রী রবিনা টন্ডনের পরিবারে। বাবা রবি টন্ডনকে হারালেন তিনি। সূত্র মারফৎ জানা যাচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য প্রয়াত হয়েছেন রবি। শুক্রবার ভোর চারটে নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রবি টন্ডন নিজেই জনপ্রিয় পরিচালক। পরিচালনা করেছেন বহু হিট ছবি। এর মধ্যে ‘খেল খেল মে’, ‘আনহোনি’, ‘নজরানা’ , ‘মজবুর’ বিশেষ উল্লেখযোগ্য। বাবার অত্যন্ত কাছের ছিলেন রবিনা। কিছু দিন আগে হাজির হয়েছিলেন এক রিয়ালিটি শো-য়েও। এ দিন ইনস্টাগ্রামে বাবার মৃত্যু সংবাদ নিজেই শেয়ার করে রবিনা লেখেন, “সব সময় আমার পাশে এভাবেই থাকবে। আমি তোমায় যেতে দিচ্ছি না। তোমায় ভালবাসি পাপা”। বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। কখনও ছোটবেলার স্মৃতি আবার কখনও বা বড় হয়েও বাবার হাত ধরে রবিনার পথ চলা, যা দেখে আবেগআপ্লুত তাঁর ভক্ত ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
জুহি চাওলা লিখেছেন, “তোমার পরিবারের প্রতি সমবেদনা রবিনা। ওম শান্তি”। নীলম কোঠারি থেকে চাঙ্কি পাণ্ডে এই দুঃসময়ে অভিনেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। রবিনার বাড়িতেও হাজির হতে দেখা গিয়েছে বলিউডের চেনামুখদের। এর মধ্যে রয়েছে রিদ্ধিমা পন্ডিত, ফারহাঁ খানসহ অনেকেকেই।
১৯৩৫ সালের ১৭ ফেব্রুয়ারি আগ্রায় জন্ম নেন রবি টন্ডন। তাঁর দুই সন্তান রাজীব ও রবিনা। শুধুমাত্র পরিচালনাই নন, তিনি একই সঙ্গে করেছেন প্রযোজনা করেছেন অভিনয়ও। ‘এক মে ওউর এক তু’, ‘আপ্নে রঙ হাজার’ ইত্যাদি সফল ছবির প্রযোজক রবি, অন্যদিকে অভিনয় করেছেন ১৯৬০ সালে মুক্তি পাওয়া ‘লাভ ইন শিমলা’ নামক ছবিতে। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। বিষাদাচ্ছন্ন রবিনার মনও।
View this post on Instagram
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়