AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rabina Tandon: ঝুঁকি নিতে চাননি, কোন ভয়ে ‘ছাইয়া-ছাইয়া’ ফিরিয়ে ছিলেন রবিনা?

Viral News: 'ছাইয়া ছাইয়া' গানের হাত ধরেই কেরিয়ারে বড় ব্রেক পেয়েছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা।

Rabina Tandon: ঝুঁকি নিতে চাননি, কোন ভয়ে 'ছাইয়া-ছাইয়া' ফিরিয়ে ছিলেন রবিনা?
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 8:20 PM
Share

কেরিয়ার তখন শুরু। সেই সময়ই হাতে এসেছিল রবিনা টন্ডনের ছাইয়া ছাইয়া ডান্স নম্বর। শাহরুখ খান তার ওপর এআর রহমান। ফলে লুফে নেওয়ার মতো এই প্রস্তাব হাতছাড়া হল কীভাবে? না হাতছাড়া হয়নি। অভিনেত্রী নিজেই জানালেন, তিনি নিজে ছেড়েছেন অফার। তিনি চাননি এই গানে কাজ করতে। একটাই ভয়ে টাইপ কাস্ট হতে চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রবিনা বলেন, তখনকার দিনে ট্যাগ হয়ে যাওয়ার বিষয়টা ভীষণ প্রকট ছিল। তিনি চাননি তিনি আইটেম ডান্সার হয়ে থাকুন। সেই কারণেই তিনি এড়িয়ে গিয়েছিলেন এই প্রস্তাব। যা পরবর্তীতে রবিনা টন্ডনের কাছে পৌঁছে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় খবর। তিনি চেয়েছিলেন অভিনেত্রী হয়ে সকলের নজর কাড়তে। সেই কারণেই কী মালাইকা আরোরার পরিচিতি আইটেম ডান্সার হয়ে থেকে গেল?

কম বেশি এই প্রশ্ন সকলের মনেই দেখা দেয় এই মন্তব্যের পর। অন্যদিকে ছাইয়া ছাইয়া গানের হাত ধরেই কেরিয়ারে বড় ব্রেক পেয়েছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই ডান্স। তবে তার আগে এই গান থেকে আরও এক সেলেব বাদ পড়েছিলেন। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘দিল সে’। শাহরুখ খান ও মণীশা কৈরালার সেই চুম্বন আর কেমিস্ট্রি আজও সকলের মনে রয়েছে। ওই ছবিতেই আইকনিক এক গান এখনও সমান ভাবে চর্চিত। তা হল মালাইকা অরোরার সেই বিখ্যাত নাচ আর ট্রেনের দুলুনিতে ‘ছাইয়া ছাইয়া’ ওই গানই রাতারাতি মালাইকাকে বি-টাউনের এক নতুন সেনসেশন রূপে তুলে ধরে।

তবে জানেন কি, মালাইকা নয়, ওই গানে নাচ করার কথা ছিল অন্য এক অভিনেত্রীর। কে তিনি? তিনি আর কেউ নন, ‘হাম’, ‘খুদ গওয়া’, ‘গোপী কিষণ’ ইত্যাদি ছবি খ্যাত শিল্পা শিরোদকর। তবে তাঁকে বাদ দেওয়া হয়। কেন? শিল্পা জানিয়েছেন, তাঁর ওজনের কারণে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে শিল্পা বলেন, “ছাইয়া ছাইয়ার জন্য আমাকে ভাবা হয়েছিল। কিন্তু ওদের মনে হয়েছিল নাচটার জন্য আমি খুব মোটা। সে কারণেই মালাইকার কাছে অফার পৌঁছে যায়।”