গুরুত্বপূর্ণ কাজে ডেকেছিলেন রাজ, কেন যাননি রনিত?
Ronit Roy: খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নাকি ওয়েব সিরিজ ‘মাস্টারমাইন্ড’-এ রনিতকে কাজ করার জন্য ডেকেছিলেন রাজ। কিন্তু যাওয়া হয়নি অভিনেতার।
সদ্য প্রয়াত পরিচালক তথা প্রযোজক রাজ কুশলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অভিনেতা রনিত রায়ের। পেশাদার সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত বন্ধুত্বে বদলে যায়। তিন দিন আগে হার্ট অ্যাটাকে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন রাজ। খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নাকি ওয়েব সিরিজ ‘মাস্টারমাইন্ড’-এ রনিতকে কাজ করার জন্য ডেকেছিলেন রাজ। কিন্তু যাওয়া হয়নি অভিনেতার। বন্ধুর প্রয়াণের পর বার বার সে কথাই মনে পড়ছে রনিতের।
‘প্যায়ার মে কভি কভি’, ‘শাদি কা লাড্ডু’র মতো ছবি পরিচালনা করেছিলেন রাজ। সদ্য এক সাক্ষাৎকারে প্রয়াত বন্ধুকে নিয়ে বলতে গিয়ে রনিত বলেন, “মাস্টারমাইন্ড-এর ফার্স্ট পার্টে রাজ একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে বলেছিল। হয়তো সেকেন্ড পার্টে আমাকে বড় চরিত্রের জন্য ভেবে রেখেছিল ও। কিন্তু কাজটা করা হয়নি। রাজের সঙ্গে আর কাজ করা হল না।”
১৯৮৯-এ কপি রাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ কুশল। পরে তিনি মুকুল আনন্দের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ধীরে ধীরে নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা তৈরি করেন। এখনও পর্যন্ত প্রায় ৮০০ বিজ্ঞাপন রাজের কোম্পানি থেকে তৈরি হয়েছে। সূত্রের খবর, ভিকি কৌশলের একটি বিজ্ঞাপন পরিচালনা করেছিলেন রাজ। সেটিই তাঁর শেষ কাজ বলে শোনা যাচ্ছে। রাজ রেখে গেলেন স্ত্রী মন্দিরা বেদী এবং দুই সন্তান বীর এবং তারাকে। প্রথম সন্তান বীর দম্পতির বায়োলজিক্যাল সন্তান। পরে তাঁরা কন্যা সন্তান তারাকে দত্তক নেন। রাজের এই অকাল প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। ইন্ডাস্ট্রির বহু সদস্য মন্দিরার সঙ্গে ব্যক্তিগত ভাবে তাঁদের বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন। যাঁরা যেতে পারেননি, ভার্চুয়ালি শ্রদ্ধা জানিয়েছেন। এই দুঃসময়ে মন্দিরার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন, পোষ্যের সঙ্গে সন্তানের বন্ডিং, আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করলেন শ্রেয়া