“অমিতজি ও অক্ষয় ছাড়া সকলে আমার হাত ছেড়ে দিয়েছিলেন”, কেন বললেন রনিত রায়
করোনাকালে বহু ক্লায়েন্ট হাতছাড়া হয়েছে তাঁর। একমাত্র অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার তাঁর হাত শক্ত করে ধরে ছিলেন গোটা লকডাউন।
একটি সিকিওরিটি এজেন্সি চালান অভিনেতা রনিত রায়। সেলেব্রিটিদের নিরাপত্তারক্ষী দেয় তাঁর সংস্থা ‘এস সিরিওরিটি’। কোনও সেলেবের যদি নিরাপত্তারক্ষী দরকার হয়, তা হলে রনিতের এই সংস্থাকে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু এই করোনাকালে বহু ক্লায়েন্ট হাতছাড়া হয়েছে তাঁর। একমাত্র অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার তাঁর হাত শক্ত করে ধরে ছিলেন গোটা লকডাউন। একটা সময় এস সিরিওরিটি বন্ধ করে দেওয়ারও কথা ভেবেছিলেন রনিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রনিত বলেছেন, “কোম্পানি তুলে দেওয়ার কথা ভেবেছিলাম আমি। কিন্তু কর্মীদের ছাড়ানোর কথা ভাবিনি কখনও। ওঁদের সংসার আছে। ওঁদের টাকা পয়সার প্রয়োজন।” জানিয়েছেন, ‘তথাকথিত’ তারকারা বিপদের মুখে হাত ছেড়ে দিয়েছিলেন সকলে। “এই কঠিন সময়ে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ।”
কাজ শুরু হওয়ার পর ১০৯জন কর্মী ফের নিজেদের কাজে ফিরে আসেন। আবার ডিউটিতে যোগ দেন। ৪০জন কর্মী নিজেদের গ্রাম ছেড়ে আর আসতে চাননি, জানিয়েছেন রনিত। কর্মীদের এই আচরণেও দুঃখ পেয়েছিলেন তিনি। ফলে নতুন করে কাজ শুরু হওয়ার পর এজেন্সি পলিসি পালটে ফেলেন। পুরনো সেলেব ক্লায়েন্টরা তাঁর সঙ্গে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করলেও রনিত তাঁর পূর্ব অভিজ্ঞতার কারণে আর তাঁদের সঙ্গে কাজ শুরুই করতে চাননি।
আরও পড়ুন: Exclusive: “আমার সন্তান বলে সুযোগ পাচ্ছে, এটা যেন না হয়”; মেয়ের ডেবিউ প্রসঙ্গে কমলেশ্বর