Jawan Release: পিছিয়ে যাচ্ছে ‘জওয়ান’-এর মুক্তি? এগিয়ে আসতে পারে প্রভাসের ছবি মুক্তির তারিখ
Shah Rukh Khan: ছবির প্রচার কবে থেকে শুরু হবে সেই নিয়েও নীরব ছিলেন শাহরুখ। জুন মাসের ২৯ তারিখ ছবি মুক্তি পেলে অন্যান্য ছবির রিলিজ ডেটেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ।
কবে থেকে শুরু হবে জওয়ান এর প্রমোশন? সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন করে আসছেন শাহরুখ ভক্তরা। ২ জুন মুক্তি পাবার কথা অথচ প্রচার কেন শুরু হচ্ছে না তা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। এবার সামনে আসছে প্রচার শুরু না করার আসল কারণ। শোনা যাচ্ছে ২ জুন এর পরিবর্তে ২৯ তারিখ মুক্তি পাবে ‘জওয়ান’।
ছবির প্রথম মুক্তির তারিখ প্রকাশ্যে এলেও ছবির ট্রেলার বা টিজার নিয়ে কোনও তথ্যই জানানো হয়নি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফ থেকে। এমনকি ছবির প্রচার কবে থেকে শুরু হবে সেই নিয়েও নীরব ছিলেন শাহরুখ। জুন মাসের ২৯ তারিখ ছবি মুক্তি পেলে অন্যান্য ছবির রিলিজ ডেটেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে । কারণ সেই মাসেই মুক্তি পেতে চলেছে আরও কয়েকটি ছবি। প্রভাসের ‘আদিপুরুষ’ থেকে শুরু করে অজয় দেবগণের ‘ময়দান’ও মুক্তি পাবে জুন মাসেই। সমীর বিদ্বানের পরিচালনায় ‘সত্য প্রেম কি কথা’ও মুক্তি পাবে ঐ মাসেই। বলা ভালো ২৯ জুনেই মুক্তি পাবে এই ছবি। তাই ২ জুনের বদলে ২৯ জুন ‘জওয়ান’ মুক্তি পেলে বাকি প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ তো পড়বেই। শোনা যাচ্ছে ১৬ তারিখের পরিবর্তে আদি পুরুষ মুক্তির দিন ২ জুনে এগিয়ে আনতে পারেন প্রভাস। এগিয়ে আসতে পারে ‘ ময়দান ‘ ছবি মুক্তির দিনও।
এরই মধ্যে বেশ কয়েকবার প্রচারের আলোয় এসেছে এই ছবির ভিডিও এবং শুটিং ফুটেজ। কখনও দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে একটি গানের দৃশ্যে দেখা গেছে শাহরুখকে তো কখনও অ্যাকশন দৃশ্যে একাই নজর কেড়েছেন শাহরুখ। শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে ‘ জওয়ান ‘। সেই সঙ্গে এস আর কের সঙ্গে প্রথমবার স্ক্রিন করছেন বিজয় সেতুপতি। তাই ‘ জওয়ান ‘ এর মুক্তি নিয়ে আগ্রহ তুঙ্গে।
সমাজমাধ্যমে জওয়ানের কিছু ক্লিপিং সামনে আসতেই রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই কারণেই একসময় আইনের দ্বারস্থ হয় প্রযোজনা সংস্থা। এই ঘটনার প্রেক্ষিতে ইন্টারনেট থেকে ফাঁস হওয়া সমস্ত তথ্য সরিয়ে ফেলার নির্দেশ দেয় দিল্লি উচ্চ আদালত।