Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: সলমন স্বীকার করে নিলেন তিনি উগ্র? প্রকাশ্যে নিজেকে নিয়ে এ কী বললেন

Bollywood Gossip: এই ছবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সলমন খান জানান, তিনি মনে করেন টাইগার সিরিজকে যেভাবে ভালবাসা দিয়েছেন দর্শকেরা তার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এদিন সলমন খান সুপারস্টার প্রসঙ্গেও মুখ খোলেন। 

Salman Khan: সলমন স্বীকার করে নিলেন তিনি উগ্র? প্রকাশ্যে নিজেকে নিয়ে এ কী বললেন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 2:25 PM

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেতা সলমন খান। একের পর এক ছবি চলতি বছরে যখন শাহরুখ খানের হিট, তখন পর পর দুই ছবি সলমন খানের ৫০০ কোটির দরজা পেরতে পারছে না। যদিও আয়ের মাত্রা কমলেও এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে সলমন খানের ছবি টাইগার থ্রি। যা এখনও পর্যন্ত আয় করেছেন ভারতের বুকে মাত্র ২৬৫ কোটি টাকা। বিশ্বজুড়ে তা ৪০০ কোটি ছাপালেও এখনও কোথাও গিয়ে রয়ে গিয়েছে বেশ কিছুটা লাভের আশা। যদিও সলমন খানের কথায় তিনি এই ছবির আয়ে বেশ খুশি হয়েছেন। এই ছবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সলমন খান জানান, তিনি মনে করেন টাইগার সিরিজকে যেভাবে ভালবাসা দিয়েছেন দর্শকেরা তার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি এদিন সলমন খান সুপারস্টার প্রসঙ্গেও মুখ খোলেন।

প্রকাশ্যে জানিয়ে দিলেন, তিনি সুপারস্টার নন। তবে লোকে কেন তাঁকে সুপারস্টার মনে করেন, তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, হয়তো তিনি সকলের সামনে দিয়ে যেভাবে উগ্রভাবে হেঁটে চলে যান, তাতেই হয়তো অনেকের এই ধারণা। সুপারস্টার প্রসঙ্গে তিনি বললেন, ”আমি কখনও এভাবে ভেবে দেখিনি। আমি নিজেকে কখনও সুপারস্টার মনে করিনি। আমার অভ্যাসগুলোও সুপারস্টারের মতো নয়। যেভাবে আমি চলাফেরা করি, যেভাবে আমি পোশাক পরি, আমি এমন কিছুই করি না, যা সুপারস্টারের সংজ্ঞা দেয়। আমার মন সেভাবে ভাবে না। আমার মধ্যে সুপারস্টারের মতো কিছুই নেই। সত্যি কিছু নেই। আমার মনে হয় না সলমন খান সুপারস্টার। এটা সম্পূর্ণ ভুল। আমি এমন অনুভবই করিনি কখনও। আমি খুব খুশি হই সকালে ঘুম থেকে উঠে, আমি কফি পান করি, দিনটা শুরু করি। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।”