Salman Khan: বিয়ে না করায় দোষ স্বীকার সলমনের, বলেন, ‘প্রেমিকারা সক্কলে ভাল ছিলেন, গলদ ছিল আমারই’
Salman Khan Unmarried: সলমন বলেছিলেন, "আমাকে যখন প্রথম প্রেমিকা ছেড়ে চলে যায়, মনে হয়েছিল দোষ সম্পূর্ণ তাঁর ছিল। দ্বিতীয় প্রেমিকা যখন ছেড়ে চলে যান, মনে হয় দোষ তাঁর ছিল। তৃতীয় প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার পরও মনে হয়েছিল দোস্ত তাঁরই ছিল। কিন্তু যখন চতুর্থজন ছেড়ে চলে গেলেন খটকা লাগল। সত্যিই কি দোষ তাঁর কিংবা আমার প্রেমিকাদের? নাকি আমার মধ্যেই দোষ আছে। আমার মধ্যেই গলদ হবে হয়তো, না হলে এতজন ভালবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবেন কেন?"

শাহরুখ খানের প্রায় সমবয়সি তিনি। প্রায় ৬০ ছুঁই ছুঁই। তবে শাহরুখের জীবন অনেকটা আলাদা এই মহা তারকার চেয়ে। শাহরুখ যেমন তিন সন্তানের বাবা, বিয়ে করেছেন কেরিয়ারের গোড়াতেই। এই মহা তারকা আজও অবিবাহিত। যদিও শাহরুখ তাঁর অত্যন্ত প্রিয় বন্ধু। কথা হচ্ছে সলমন খানকে নিয়ে। ৫৭ বছর বয়স সলমনের। এখনও তিনি অবিবাহিত। কিন্তু কেন তিনি অবিবাহিত? কেন জীবনে এত প্রেম আসা সত্ত্বেও বিয়ে করেনি সলমন? কারণ জানিয়েছেন নিজেই। এবং স্বীকার করে নিয়েছেন নিজের দোষ।
একটি জনপ্রিয় শোতে এসেছিলেন সলমন খান। সেখানে এসে তিনি বলেছিলেন তাঁর বিয়ে না করার আসল কারণ। যেভাবে সলমন কারণ বলেছিলেন, তা সকলের মন ছুঁয়ে গিয়েছিল। বলতে-বলতে চোখের কোণ চিকচিক করেছিল ভাইজানের।
সলমন বলেছিলেন, “আমাকে যখন প্রথম প্রেমিকা ছেড়ে চলে যায়, মনে হয়েছিল দোষ সম্পূর্ণ তাঁর ছিল। দ্বিতীয় প্রেমিকা যখন ছেড়ে চলে যান, মনে হয় দোষ তাঁর ছিল। তৃতীয় প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার পরও মনে হয়েছিল দোস্ত তাঁরই ছিল। কিন্তু যখন চতুর্থজন ছেড়ে চলে গেলেন খটকা লাগল। সত্যিই কি দোষ তাঁর কিংবা আমার প্রেমিকাদের? নাকি আমার মধ্যেই দোষ আছে। আমার মধ্যেই গলদ হবে হয়তো, না হলে এতজন ভালবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবেন কেন?”
সলমনের প্রেমিকা তালিকা বিরাট। পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ… প্রচুর মহিলা এসেছে তাঁর জীবনে। সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ… এঁরা প্রত্যেকেই ছিলেন সলমনের প্রেমিকা। সলমন বলেছেন, তাঁরা প্রত্যেকেই ছিলেন অসামান্য নারী। তাঁদের কাউকেই ধরে রাখতে পারেননি সলমন।
কিন্তু এখনও হয়তো আশা ছাড়েননি সলমন। সেই একজনের অপেক্ষায় আছেন, যিনি তাঁর সঙ্গে থাকবেন। তাঁকে বিয়ে করবেন, সংসারও করবেন। বর্তমানে বিদেশিনী লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সলমন খান। সম্পর্ক কোন দিকে যায়, এখন সেটাই দেখার।
