Salman Khan: আজ সলমন খানের ৩৪ বছর ইন্ডাস্ট্রিতে, অনুরাগীদের জন্য কী বার্তা ভাইজানের?
Salman Khan: প্রথম ছবি 'বিবি হো তো অ্যাসি' ২৬শে আগস্ট, ১৯৮৮ সালে মুক্তি পায়। সেই হিসেবে ২৬ অগস্ট ২০২২ সালে মানে ৩৪ বছর।
১৯৮৮ সাল। রেখা, ফারুখ শেখ অভিনীত ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ মু্ক্তি পায়। ছবিতে ফারুখের ভাই তথা রেখার দেওয়ের চরিত্রে অভিনয় করেন যে অভিনেতা, তিনি আর কেউ নন সলমন খান (Salman Khan)। সেলিম খানের ছেলে সলমন রোগা, রাগী চরিত্রে অভিনয় করেন সহঅভিনেতা হিসেবে। তার ঠিক এক বছর পর অর্থাৎ ১৯৮৯ সালে সেই রোগা ছেলেটিই পর্দায় হাজির হলেন রোম্যান্টির হিরো রূপে। সঙ্গে নতুন নায়িকা ভাগ্যশ্রী। ছবির নাম ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সেই ছবির পর আর ফিরে তাকাতে হয়নি সলমন খানকে। প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ ২৬শে আগস্ট, ১৯৮৮ সালে মুক্তি পায়। সেই হিসেবে ২৬ অগস্ট ২০২২ সালে মানে ৩৪ বছর। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে তাঁর ৩৪ বছর কেটে গেল। সিনেমার পাশাপাশি জড়িয়েছেন নানা বিতর্কেও। কিন্তু ভক্তরা এই দিনটিতে তাঁর বিতর্ক নয়, সিনেমাকে মনে রাখতে চান। সলমনও।
তাই তো তিনি ভক্তদের উদ্দেশ্য একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন। প্রথমে ধন্যবাদ যাঁরা এতদিন তাঁর সঙ্গে রয়েছেন, তাঁদেরকে। তারপর মোশন পিকচারে তাঁর নতুন লুক। রয়েছে হ্যাশট্যাগ দিয়ে #’কিসি কা ভাই..কিসি কি জান’। এটা তাঁর নতুন ছবি, না ‘কভি ঈদ কবি দিওয়ালি’র নাম পরিবর্তন করে এটা রাখ হচ্ছে, তা অবশ্য জানা যায়নি।
#KisiKaBhaiKisiKiJaan pic.twitter.com/n5ZPs5lsUc
— Salman Khan (@BeingSalmanKhan) August 26, 2022
তিন দশকেরও বেশি সময় ধরে সলমন খান ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অসংখ্য হিট এবং স্মরণীয় ছবি। অভিনেতার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় #34YearsOfSalmanKhanEra ট্রেন্ড করে তাঁর প্রথম দিনটিকে চিহ্নিত করেছেন। সেই ইঙ্গিত স্বীকার করে সলমন পোস্টে লিখেছেন, “৩৪ বছর আগে যা ছিল, পরেও এখনও তাই রয়েছে .. আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল ২টি শব্দ দিয়ে এখন এবং এখানে। আমার সঙ্গে তখন থেকে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যা এখন হয়েছে এবং এখনও আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সত্যিই এর প্রশংসা করি।” কয়েকদিন আগেই লম্বা চুলের একটি পিছন করে থাকা ছবি তিনি পোস্ট করেছিলেন। এবার এলেন সামনে। তাঁর আগামী ছবি অ্যাকশন, কমেডি, ড্রামা এবং রোমান্সে ভরপুর হতে চলেছে এমনটাই আভাস রয়েছে।
পোস্টের সঙ্গে দেওয়া এই শিরোনামটি সলমনের ‘কভি ঈদ কাভি দিওয়ালি’-এর কথা মনে করিয়ে দেয়, যেটির জন্য তিনি বর্তমানে শুটিং করছেন। ভক্তরা মনে করেছেন ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ এর নাম পরিবর্তন করে ‘কিসি কা ভাই.. কিসি কি জান’ রাখা হচ্চে স্বম্ভবত। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে এমন কিছুই ঘোষণা করেননি। আগামী বছর সলমন খান তাঁর অন্যতম প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ২’ ছবিতে আসছে ঈদের মরশুমে। ঈদের সময় ভক্তরা অপেক্ষায় থাকে কী ছবি আনবেন তিনি। এই বছর তাঁর কোনও ছবি ছিল না ঈদে। তাই সামনের বছরের জন্য অপেক্ষায় ভক্তকুল। এর পাশাপাশি রয়েছে ‘বজরঙ্গি ভাইজান ২’ ছবিও। শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও একটি ক্যামিও করতে দেখা যাবে তাঁকে বলেই খবর।