Salman Khan Birthday: সন্তান চাই, কিন্তু তার মাকে আমি চাই না: সলমন খান
Salman Khan: বাচ্চা ভালবাসেন সলমন খান। কিন্তু তাদের মাকে কিছুতেই চান না তিনি। সেই কারণে সন্তানের জন্ম দেওয়া থেকে বিরত থেকেছেন। ৫৭ বছর বয়সেও আইবুড়ো বলিউডের 'ভাইজান'।
৫৭টি বসন্ত পার করলেন সলমন খান। আজ (২৭ ডিসেম্বর) তাঁর জন্মদিন। জন্মদিনে মাঝরাতে কেক কাটলেন সলমন। সেই ভিডিয়ো ভাইরাল ইতিমধ্যেই। সলমন বলিউডের ‘ভাইজান’। জীবনে একাধিক সম্পর্ক তৈরি হলেও, এই ৫৭ বছর বয়সেও বিয়ে করেননি। কিন্তু বাচ্চাদের ভালবাসেন খুবই। তাঁর মনের একটি অপূর্ণ সাধের কথা একবার অকপট বলে ফেলেছিলেন সল্লুভাই। তিনি জানিয়েছিলেন, সন্তানের বাবা হতে চান, কিন্তু সেই সন্তানের মাকে তিনি চান না।
এবার মুম্বই মিররকে দেওয়া একটি সাক্ষাৎকারে সলমন বলেছিলেন, “আমি সন্তান চাই। কিন্তু সেই সন্তানের সঙ্গে তার মাও তো আছেন। আমার সেই মাকে দরকার নেই। কিন্তু আমার দরকার না হলেও, আমার সন্তানের তার মাকে দরকার। কেবল বাবা থাকলেই চলবে না… তবে এ কথাও সত্যি, সন্তানদের প্রতিপালনের জন্য আমার কাছে আছে একটা আস্ত গ্রাম।”
এখনও পর্যন্ত বলিউডের অন্যতম সেরা আইবুড়ো সলমনই। একটা সময় এবং এখনও তাঁকে বিয়ে করতে মরিয়া অনেকেই। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত অভিনেত্রী সোমি আলিকে ডেট করেছিলেন সলমন। সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রেম করেছিলেন একটা সময়। তাঁকেই বিয়ে করবেন বলে ঠিকও করে ফেলেছিলেন। ঐশ্বর্য রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফ ছিল সলমনের জীবনের আরও দুই গুরুত্বপূর্ণ প্রেমিকা। মডেল লুলিয়া ভান্টুরের সঙ্গেও ডেট করেছেন পরবর্তী সময়ে। কিন্তু খোলাখুলি ভাবে কারও কথাই প্রকাশ্যে বলেননি অভিনেতা।
ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। জন্মদিনের কেক কাটতে বোন অর্পিতা খানের বাড়িতে গিয়েছিলেন সলমন। সেই জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সলমনের বেস্ট ফ্রেন্ড শাহরুখ খানও।
এই মুহূর্তে ‘টাইগার থ্রি’র পোস্ট প্রোডাকশন চলছে সলমনের। পাইপলাইনে আছে তাঁর আরও একটি ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’।