Salman Khan: বাইসেপের সাইজ দেখলে চমকে যাবেন! ‘টাইগার থ্রি’র জন্য রাতবিরেতেও ওয়ার্কআউট ভাইজানের

সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে চলেছেন ইমরান। খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

Salman Khan: বাইসেপের সাইজ দেখলে চমকে যাবেন! 'টাইগার থ্রি'র জন্য রাতবিরেতেও ওয়ার্কআউট ভাইজানের
সলমন খান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 2:52 PM

ভাইজান প্রস্তুত। শুরু করতে চলেচেন তাঁর নতুন ছবি ‘টাইগার-থ্রি’-এর শুটিং। কিন্তু ফ্লোরে যাওয়ার আগে তাঁর প্রস্তুতি দেখলে চোখ কপালে উঠে যাবে। সলমন খানের পোস্ট করা নতুন ভিডিয়ো প্রমাণ দেবে কতটাই না খাটছেন অভিনেতা। ‘টাইগার-থ্রি’র প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত সলমন এবং তার এক ঝলক শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

মঙ্গলবার রাতে সলমন জিমিং সেশনের ভিডিয়ো আপলোড করেন। তাঁর ওয়ার্ক আউট সেশনের একটি স্নিপেট ভিডিয়োতে, সলমনকে তার বাইসেপসের ব্যায়াম করতে দেখা যায়। আয়নার তাঁর প্রতিবিম্বতে দেখা যায় তাঁর পেশির ওঠানামা। তবে পরিস্কারভাবে নিজের মুখ প্রকাশ করেন না সলমন। তবে ওঁর বাইসেপগুলো দেখে পরিস্কার যে এটা তিনি ছাড়া আর কেউ নন। ক্যাপশনে লেখেন, ‘আমার মনে হয় এই লোকটি টাইগার থ্রিয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।’

৫৫ বয়সী অভিনেতার পোস্ট করা ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘টাইগার জ়িন্দা হ্যাঁয়’ ছবির থিম মিউজিক।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে ইমরান হাশমিও ওয়ার্কআউট সেশনের ছবি পোস্ট করেছিলেন।  ভক্তদের মতে, তাঁর ট্রান্সফর্মেশন ‘টাইগার-থ্রি’-এর প্রস্তুতি। বিয়াল্লিশ বছর বয়সী অভিনেতা তাঁর শারীরিক রূপান্তরের এক চমকপ্রদ আভাস দিয়ে ইনস্টাগ্রামে ‘চেক ইন’ করেছিলেন। ক্যাপশনে ইমরান হাশমি ইঙ্গিত দিয়েছেন যে এটি তাঁর রূপান্তরের প্রথম পর্যায় এবং তাঁকে আরও অনেক পথ হাঁটতে হবে। ‘এটি শুধুমাত্র শুরু’ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন তিনি।

ফিল্মে তিনি সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করতে চলেছেন। খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ইমরান।

আরও পড়ুন Rupanjana Mitra: নিজের নামে চার-চারটি ফেক প্রোফাইল! ‘রিপোর্ট করুন’ অনুরোধ অভিনেত্রী রূপাঞ্জনার