Animal: গুণমানের অজুহাত হয়, কেন পিছিয়ে গেল ‘অ্যানিম্যাল’, খোলসা করলেন পরিচালক
Gossip: ১১ অগস্ট ছবি মুক্তির কথা ছিল, কিন্তু কোনও রকম তাড়াহুড়ো না করে এক ধাক্কায় ছবিমুক্তি পিছিয়ে দেওয়া হল ডিসেম্বরে। কিন্তু কেন এই বদল? এবার উত্তর দিতে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ছবির পরিচালক সন্দীপ।
রণবীর কাপুরের আগামী ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চের তুঙ্গে। ছবির প্রথম লুক সামনে আসা মাত্রই তা নিয়ে রীতিমতো তরজা চলেছিল নেট দুনিয়ায়। দক্ষিণী সিনে পাড়ার ছাপ নাকি এবার বলিউডের পরতে-পরতে। ‘পুষ্পা’ ছবির লুক নাকি হুবহু নকল করেছেন রণবীর কাপুর। এমনই নানা তর্জা যখন নেট পাড়ায় ভাইরাল, তখনই ছবির মুক্তি নিয়ে বড় ঘোষণা করেছিলেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভার্গা। ১১ অগস্ট ছবি মুক্তির কথা ছিল, কিন্তু কোনও রকম তাড়াহুড়ো না করে এক ধাক্কায় ছবিমুক্তি পিছিয়ে দেওয়া হল ডিসেম্বরে। কিন্তু কেন এই বদল? এবার উত্তর দিতে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ছবির পরিচালক সন্দীপ।
স্পষ্ট করে জানালেন, ছবির গুণমানের কথা মাথায় রেখে তিনি আর কিছুটা সময় নিলেন। বললেন, আকস্মিকভাবে মনে হতেই পারে, ছবির গুণমানের প্রসঙ্গ তোলা মানে সাধারন একটা যুক্তি দিয়ে এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়া। তবে তেমনটা বাস্তব নয়। সন্দীপ জানান, সত্যিই ছবি পেছনে অনেকটা পরিশ্রম বাকি রয়েছে। ছবিতে রয়েছে মোট সাতটি গান, এই ছবি পাঁচ ভাষায় মুক্তি পেতে চলেছে। যার ফলে গানগুলিকে পাঁচটি ভাষায় লিখতে হবে এবং পাঁচটি ভাষায় তৈরি করতে হবে যার মানে দাঁড়ায় মোট ৩৫ টি গান এই ছবির জন্য তৈরি করতে হবে। এছাড়াও ছবির বেশ কিছু অংশে স্পেশাল টাচ এখনও বাকি। ছবির প্রোমো ক্লিপিংয়ে দর্শকেরা যে বিনোদন পেয়েছেন, ছবি যাতে তা ধরে রাখতে পারে, সেই জন্যই তিনি আরও কিছুটা সময় নিলেন বলেই দাবি করলেন সোশ্যাল মিডিয়ায় এসে। তাই কোনও রকমের তাড়াহুড়ো না করে ছবিকে দর্শক দরবারে সেরার সেরা করে তোলায় চেষ্টায় এখন মরিয়া টিম ‘অ্যানিম্যাল’।
#1stDecemberANIMALrelease@AnilKapoor #RanbirKapoor @thedeol @iamRashmika@tripti_dimri23 @imvangasandeep #BhushanKumar @VangaPranay @MuradKhetani #KrishanKumar @anilandbhanu @VangaPictures @TSeries @rameemusic @cowvala #ShivChanana @neerajkalyan_24 @sureshsrajan pic.twitter.com/EAGLNTaEy9
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) July 3, 2023